সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় অনেকেরই সময়ের কোনও ধারণা থাকে না। একটানা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় ইউজারদের সেটি মনে করিয়ে দেওয়ার জন্য Instagram নিয়ে আসতে চলেছে নতুন অপশন টেক আ ব্রেক। এর মাধ্যমে ইউজারদের রিমাইন্ড দেওয়া হবে একটা ব্রেক নেওয়ার জন্য (Take A Break)। নতুন এই অপশনের মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর ইউজারদের রিমাইন্ড দেওয়া হবে। এটি যেন ইউজারদের নজরে আসে তার জন্য ফুল স্ক্রিন জুড়ে দেওয়া হবে রিমাইন্ড। ইউজাররা নিজেদের সুবিধা অনুযায়ী এটি শিডিউল করে রাখতে পারবে। ইউজাররা নতুন এই ফিচারের মাধ্যমে ১০ মিনিট, ২০ মিনিট এবং ৩০ মিনিটের রিমাইন্ডার সেট করে রাখতে পারবে (Break Zaroori Hai)। বর্তমানে আমেরিকা, ইউনাইটেড কিংডম, আয়ারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশের ইউজারদের জন্য চালু করা হয়েছে Instagram-এর এই নতুন ফিচার। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্যান্য দেশের ইউজারদের জন্যও চালু করা হবে Instagram-এর এই নতুন ফিচার।
advertisement
আরও পড়ুন - অভিজ্ঞতা হবে আরও দারুণ, সঙ্গে থাক Gmail ব্যবহারের এই ৫ অভিনব টিপস
আরও পড়ুন - ভারতে তৈরি ই-বাইক এক চার্জেই চলছে ৪০০০ কিলোমিটার, চমকে গেল গোটা বিশ্ব
Instagram-এর ইউজারদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হচ্ছে নতুন এই অপশন (Take A Break)। এর মাধ্যমে ইউজাররা নিয়ন্ত্রণ করতে পারবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। নতুন এই ফিচারটি তৈরি করছে থার্ড-পার্টি এক্সপার্ট গ্রুপ। Instagram-এর নতুন এই অপশন টেক আ ব্রেক (Break Zaroori Hai) প্রথমে নির্দিষ্ট কিছু ইউজারের জন্য চালু করা হয়েছে। প্রথম ধাপের পরীক্ষার পর ধীরে ধীরে Instagram-এর সকল ইউজারের জন্য এটি চালু করা হবে। এর মাধ্যমে ইউজাররা নিজেদের সুবিধা মতো টাইম সেট করে রাখতে পারবে। নতুন এই অপশনের মাধ্যমে সর্বাধিক ৩০ মিনিট টাইম সেট করে রাখা যাবে। একটানা সোশ্যাল মিডিয়ার ব্যাহার থেকে ইউজারদের ব্রেক দেওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে নতুন এই অপশন। রিমাইন্ডারের মাধ্যমে ইউজারদের সচেতন করাই নতুন এই অপশনের মূল লক্ষ্য।