ইনস্টাগ্রামে রেগুলার ভিডিও-র ক্ষেত্রে রিমিক্স ফিচার (Remix Feature) ব্যবহার করার উপায় –
- ইনস্টাগ্রামে প্রথমেই বেছে নিতে হবে নিজেদের পছন্দের ভিডিও।
- এর পর নিজেদের পছন্দ করা ভিডিও-র উপরের ডান দিকের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে।
- ৩টে ডটে ক্লিক করার পরে সেখানে দেখতে পাওয়া যাবে 'রিমিক্স দিস ভিডিও' (Remix This Video) অপশন।
advertisement
- এর পর সেটি সিলেক্ট করতে হবে এবং অ্যাড করতে হবে নিজেদের পছন্দের সেই ভিডিও।
আরও পড়ুন - ভারতীয় যাত্রীদের জন্য স্বস্তি, বিমান চলাচলে কোনও সমস্যা তৈরি করবে না 5G
ইনস্টাগ্রামে রিলের ক্ষেত্রে রিমিক্স ফিচার ব্যবহার করার উপায় –
- ইনস্টাগ্রামে প্রথমেই বেছে নিতে হবে নিজেদের পছন্দের রিল।
-এর পর নিজেদের পছন্দ করা রিলের উপরের ডান দিকের কোণে থাকা ৩টি ডটে ক্লিক করতে হবে। এর পর সিলেক্ট করতে হবে 'রিমিক্স দিস রিল' (Remix This Reel)।
- -এর পর নিজেদের স্ক্রিনে দুই ভাগে দেখতে পাওয়া যাবে সেই ভিডিও। এক দিকের স্ক্রিনে দেখতে পাওয়া যাবে অরিজিনাল কনটেন্টের ক্লিপ এবং স্ক্রিনের অন্য দিকে দেখতে পাওয়া যাবে এডিট করা কনটেন্ট।
- এর পর এডিট করা নতুন ভিডিওতে অ্যাডজাস্ট করা যাবে ভলিউম, নতুন ক্লিপ, ভয়েস ওভার। এর পর সেটি রেকর্ড করা যাবে।
আরও পড়ুন - বিভিন্ন অ্যান্ড্রয়েড গেম এবার খেলা যাবে উইন্ডোজ কম্পিউটারে, দেখে নিন এক ঝলকে
২০২০ সালের জুন মাসে ভারতে টিকটক ব্যান হয়ে যাওয়ার পরে, ইনস্টাগ্রাম ভারতের ইউজারদের জন্য লঞ্চ করে রিলস্। আগের বছর ইনস্টাগ্রাম তাদের ইউজারদের জন্য লঞ্চ করেছে রিমিক্স ফিচার। এখন ইনস্টাগ্রাম বাড়িয়ে দিতে চলেছে তাদের রিমিক্স ফিচারের ব্যবহার। এর ফলে ইনস্টাগ্রামের ইউজাররা তাদের রিলের ভিডিও ছাড়াও সকল ধরনের পাবলিক ভিডিওতে ব্যবহার করতে পারবে রিমিক্স ফিচার। মেটা আপডেট করে চলেছে তাদের রিল ভিডিওর ফিচার।
টিকটক ভারতে ব্যান হয়ে গেলেও পুরো বিশ্ব জুড়ে এদের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এর ফলে টিকটককে পাল্লা দেওয়ার জন্য ইনস্টাগ্রাম নিয়ে আসছে বিভিন্ন ধরনের উন্নত ফিচার।