Infinix ভারতে লঞ্চ করতে চলেছে তাদের দু'টি নতুন ল্যাপটপ- Infinix Inbook X1 এবং Infinix Inbook X1 Pro। কোম্পানির তরফে এখনও এর দাম না জানানো হলেও মনে করা হচ্ছে ভারতে অনলাইন প্ল্যাটফর্ম Flipkart-এ ল্যাপটপ দু'টির দাম হতে পারে ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে। Infinix-এর নতুন ল্যাপটপ পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় কালারে- লাল, নীল এবং স্লেট গ্রে। Infinix Inbook X1 ল্যাপটপ হালকা ওজনের মেটাল বডি এবং অ্যালুমিনিয়াম ফিনিশ দ্বারা তৈরি।
advertisement
আরও পড়ুন - ২০২১ সালের ডিসেম্বরে বাজারে আসছে নতুন দু'চাকার গাড়ি, দেখে নিন এক ঝলকে!
আরও পড়ুন - এক চার্জে চলবে ১০০ কিলোমিটার, নাম মাত্র দামে এল সাইকেল, তাহলে আর স্কুটার কিনবেন কেন?
Infinix-এর ল্যাপটপ কোর আই৩ (Core i3), কোর আই৫ (Core i5) প্রসেসর যুক্ত। এই ল্যাপটপে রয়েছে ৮ জিবি (GB) র্যাম (RAM) এবং ৫১২ জিবি স্টোরেজ। এছাড়াও Infinix-এর ল্যাপটপের টপ ট্রিম মডেল ১০ জেনারেশন ইনটেল কোর (10th Gen Intel Core) প্রসেসর যুক্ত। এতে রয়েছে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। Infinix Inbook X1 ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির ডিসপ্লে যার ম্যাক্সিমাম ব্রাইটনেস হল ৩০০ নিটস। Infinix Inbook X1 Pro ল্যাপটপে রয়েছে আইরিস গ্রাফিক্স এবং ইনটেল ইউএইচডি (Intel UHD) গ্রাফিক্স। এখনও পর্যন্ত বাজারের সবথেকে হালকা ল্যাপটপ হল Infinix-এর এই Inbook সিরিজের ল্যাপটপ। Infinix-এর এই Inbook সিরিজের ল্যাপটপের ওজন মাত্র ১.৪৮ কেজি। Infinix-এর এই Inbook সিরিজের ল্যাপটপ Inbook X1 এবং Inbook X1 Pro-তে রয়েছে ৫৫ডাবলুএইচআর এলআই-পো ব্যাটারি (55Whr Li-Po) যা ৬৫ডাবলু ইউএসবি-পিডি (65W USB-PD) চার্জিং যুক্ত।