E Cycle: এক চার্জে চলবে ১০০ কিলোমিটার, নাম মাত্র দামে এল সাইকেল, তাহলে আর স্কুটার কিনবেন কেন?
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
E Cycle Price: সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ই--সাইকেলে এতটা রাস্তা যাওয়ার সুযোগ কেউ করে দেয় না। মনে করা যাচ্ছে, এর ফলে সাধারণ মানুষের মধ্যে ই-সাইকেল কেনার তৎপরতা বৃদ্ধি পাবে।
advertisement
advertisement
advertisement
সংস্থার আশা, এই সাইকেলে বিক্রির বিষয়ে সারা দেশেই ডিলারশিপ নেওয়ার জন্য অনেকে এগিয়ে আসবেন। ইতিমধ্যে চেন্নাই, হরিয়ানা, বিজয়পুরা, আহমেদাবাদ, বল্লভগড়ে কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটির দাম তেমন বেশি হবে না। একাধিক আগের মডেলের দাম বিচার করে বলা চলে, এটির দাম হতে পারে ৪০ থেকে ৫০ হাজার টাকা মধ্যে বা তার থেকে সামান্য কম
