প্রতি বছর চিমনির রক্ষণাবেক্ষণে হাজার হাজার টাকা খরচ হয়, যা সরাসরি নিজেদের পকেটে উপরে চাপ বাড়ায়। কিন্তু, এখন আর বেশি চিন্তা করার প্রয়োজন নেই। কারণ এখানে আমরা রান্নাঘরের চিমনি ঠিক করার ঘরোয়া কৌশলগুলো বলতে যাচ্ছি। যা শুধু মেকানিকের টাকাই সাশ্রয় করবে না, মূল্যবান সময়ও বাঁচাবে।
advertisement
চিমনিকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে গেলে করতে হবে এই উপায় –
কেউ যদি নিজেদের চিমনিকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাতে চান, তাহলে এটি সময়ে সময়ে পরিষ্কার করা উচিত। এতে করে চিমনিতে ময়লা জমে না এবং বারবার বন্ধ হয় না।
চিমনির বাল্ব ঠিক করার উপায় –
চিমনিতে একটি বাল্ব লাগানো হয়, যাতে তা জ্বালানো যায়। কখনও কখনও চিমনির বাল্ব নষ্ট হয়ে যায়। কেউ চাইলে চিমনির ফিল্টারটি সরিয়ে এই বাল্বটি ইনস্টল করা যেতে পারে। এই বাল্বটি বাজার থেকে ২০-২৫ টাকায় কেনা যায়। সুতরাং খুব সহজে বাড়িতেই এটি ঠিক করা সম্ভব।
চিমনির ফ্যান চলার সময় বন্ধ হয়ে গেলে কী করা উচিত –
অনেক সময় চিমনির ফ্যান চলার সময় বন্ধ হয়ে যায়। যদি কারও সঙ্গে এমন ঘটে থাকে তাহলে চিমনির ফ্যানের কাছে জমে থাকা ময়লা পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত। এরপর সেই চিমনির ফ্যানেও সামান্য তেল দিতে হবে। এতে করে চিমনির ফ্যান আবার আগের মতো চলতে শুরু করবে।