ঘরে আনুন দারুন কিচেন চিমনি, এই তালিকার দাম একেবারে পকেটে ফিট

Last Updated:

তেল-কালি পড়া রান্নাঘরের পরিবর্তে পরিচ্ছন্নতা চাইলে, খানিকটা সৌন্দর্য আর স্বাচ্ছন্দ্য চাইলে বেছে নেওয়া যেতেই পারে কিচেন চিমনি।

আধুনিক হচ্ছে প্রযুক্তি। স্মার্ট হচ্ছে রান্নাঘর। একজস্ট ফ্যানের যুগ ধীরে ধীরে বিদায় নিচ্ছে। ঘরে ঘরে জায়গায় করে নিয়েছে কিচেন চিমনি। রান্নাঘরের তেল-ময়লা শুধু টেনে বের করার কাজেই নয়, বরং আধুনিক রান্নাঘরের সৌন্দর্যায়নেও এর কদর ক্রমশ বাড়ছে।
ধোঁয়া, গরম হাওয়া বের করে দেওয়ার কাজ তো একজস্ট ফ্যান দিয়েও করা যায়। কিন্তু ঘটনা হল পাখা দিয়ে রান্নাঘরের ধোঁয়া তত দ্রুত বের করে দেওয়া যায় না, যত দ্রুত বৈদ্যুতিন চিমনি দিয়ে করা যায়। এর বাইরে রয়েছে পরিচ্ছন্নতার প্রশ্ন। একজস্ট ফ্যান পরিষ্কার করা খুব কঠিন।
আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ
তাই তেল-কালি পড়া রান্নাঘরের পরিবর্তে পরিচ্ছন্নতা চাইলে, খানিকটা সৌন্দর্য আর স্বাচ্ছন্দ্য চাইলে বেছে নেওয়া যেতেই পারে কিচেন চিমনি।
advertisement
advertisement
দেখে নেওয়া যাক কিছু সেরা ইলেকট্রিক চিমনির নাম, ধাম—
V-Guard M10 Neo 60cm:
এই বৈদ্যুতিন চিমনিটি অত্যন্ত উচ্চ মানের। এটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। কাজের ক্ষেত্রে যেমন টেকসই, তেমনই এর চেহারার জেল্লা রান্নাঘরে আলাদা মাত্রা এনে দেবে। এই চিমনিটিতে রয়েছে পাঁচ স্তরের অ্যালুমিনিয়াম জাল ফিল্টার। Amazon-এ সাশ্রয়ী মূল্যেই পাওয়া যায়।
advertisement
Faber 60cm 1100:
এই বৈদ্যুতিন চিমনিটিতে রয়েছে ‘অটো ক্লিন কার্ভড গ্লাস’ ফিচার। এটি রান্নাঘরকে ধোঁয়ামুক্ত করতে পারে নিমেষে। ফলে রান্নার কাজ হয়ে যায় আরও সহজ। এর সঙ্গে রয়েছে LED আলো। এই চিমনিটি ১০০ থেকে ২০০ বর্গফুট পর্যন্ত আয়তনের রান্নাঘরের জন্য সেরা। এর চেহারাও দারুন আকর্ষণীয়। Amazon-এ এর দাম ৯,১৮০ টাকা।
advertisement
Glen Pyramid Shape 60cm:
কালো মসৃণ চেহারার এই এই বৈদ্যুতিন কিচেন চিমনিটি দারুন আকর্ষণীয়। এতে রয়েছে ইতালীয় মোটর। সঙ্গে রয়েছে একটি সিঙ্গল ব্যাফেল ফিল্টার। এই চিমনি ২ থেকে ৪ বার্নার ওভেনের জন্য সেরা কাজ করতে পারে। এর ব্যাফেল ফিল্টার ধোঁয়াকে রান্নাঘরে থাকতেই দেয় না। Amazon-এ এর দাম ৫,৯৯৮ টাকা৷
advertisement
এই কিচেন চিমনিটি একটি ব্যাফেল ফিল্টার-সহ পাওয়া যায়, যা খুব সহজে রান্নাঘর থেকে ধোঁয়া বের করে দিতে পারে। এর সঙ্গে রয়েছে LED আলো। যার ফলে কুকটপ এবং পাত্রের উপর আলো পড়তে পারে। Amazon-এ এর দাম ৪,৭৮৯ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ঘরে আনুন দারুন কিচেন চিমনি, এই তালিকার দাম একেবারে পকেটে ফিট
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement