সাইবার অ্যাটাকের (cyber attack) জন্য সবথেকে সহজ উপায় হল যে কোনও বিশাল গ্রুপে ম্যালওয়ার (Malware) ছড়িয়ে দেওয়া। এর জন্য বেছে নেওয়া হয়েছে মাইক্রোসফট টিমস (Microsoft Teams Chats)। কারণ এই মাইক্রোসফট টিমস ব্যাবহার করে বিভিন্ন ধরনের সংস্থা। সেই সকল সংস্থা তাদের কোম্পানির বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য, মেসেজ, ফাইল ইত্যাদি শেয়ার করে এই মাইক্রোসফট টিমসের মাধ্যমে। এই মাইক্রোসফট টিমসের মাধ্যমে বিভিন্ন ধরনের সংস্থা তাদের কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য কোম্পানির সকল কর্মীর সঙ্গে শেয়ার করে। এর ফলে সেই গ্রুপের সদস্য সংখ্যা অনেক বেশি হয়। এই কারনেই টার্গেট করা হয়েছে মাইক্রোসফট টিমস। হ্যাকাররা এই মাইক্রোসফট টিমসের (Microsoft Teams Chats) মাধ্যমে সহজেই ছড়িয়ে দিচ্ছে ক্ষতিকারক বিপদজনক ম্যালওয়ার।
advertisement
আরও পড়ুন - বদলে গেল সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর, এবার অভিযোগ করুন এখানে
আরও পড়ুন - Garena Free Fire Game: কেন্দ্র নিষিদ্ধ করেছে গারেনা ফ্রি ফায়ার গেম, তবুও চলছে খেলা
চেক পয়েন্ট কোম্পানি আভানান (Avanan) লক্ষ্য করে দেখেছে যে এই বছরের জানুয়ারি মাসের শুরু থেকেই মাইক্রোসফট টিমস চ্যাটের (Microsoft Teams Chats) মাধ্যমে এই ধরনের অ্যাটাক করা হচ্ছে। এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ম্যালওয়ার। এর মাধ্যমে একই সঙ্গে বেশি সংখ্যায় ইউজারদের অ্যাটাক করা সম্ভব বলে বেছে নেওয়া হয়েছে এই মাইক্রোসফট টিমস চ্যাট। ইউজাররা এটি অফিসিয়াল গ্রুপ ভেবে বিশ্বাস করে এই ধরনের ম্যালওয়ার ফাইল একবার খুললে এবং ডাউনলোড করলেই নিমেষে তাদের ডিভাইস হ্যাক করা সম্ভব। এর ফলে তাদের গুরুত্বপূর্ণ নথি, ব্যাঙ্কের ডিটেলস হাতিয়ে নেওয়া যেতে পারে মুহূর্তের মধ্যে।
এর ফলে সকল ইউজারকে সতর্ক করে দেওয়া হয়েছে এই ধরনের ফাইল এবং লিঙ্ক খোলার আগে সেই বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। মাইক্রোসফট টিমস চ্যাটের ক্ষেত্রে বেশি করে সতর্কতা অবলম্বন কররা কথা বলা হয়েছে। অফিসিয়াল গ্রুপ হলেও বিভিন্ন ধরনের ফাইল এবং লিঙ্ক খোলার আগে সেই বিষয়ে আরও বেশি করে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। সতর্ক না হয়ে এই ধরনের কোনও ফাইল ডাউনলোড করা উচিত নয়।
