TRENDING:

৮ লক্ষেরও বেশি অ্যাপ ব্যান করল Google আর Apple, আপনার ফোন নেই তো ?

Last Updated:

Google Play Store, App Store ban 8 lakh apps: আপনার ফোনে কি এই অ্যাপগুলি আছে ? ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে আজই করুন ডিলিট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লক্ষ লক্ষ অ্যাপ নিজেদের ষ্টোর থেকে ব্যান করল গুগল (Google) আর অ্যাপেল (Apple)। Pixalate-এর 'H1 2021 ডিলিস্টেড মোবাইল অ্যাপ রিপোর্ট' থেকে জানা গিয়েছে যে ২০২১ সালের প্রথম ৬ মাসের মধ্যে গুগল প্লে ষ্টোর (Google Play Store) আর অ্যাপেল অ্যাপ ষ্টোর (Apple App Store) থেকে ৮ লক্ষ ১৩ হাজারেরও বেশি অ্যাপ (8 lakh apps ban) সরানো হয়েছে। এই ৮ লক্ষের বেশি অ্যাপগুলি ডিলিস্ট হওয়ার আগে গুগল প্লে ষ্টোর থেকে বিলিয়ানেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
advertisement

ক্যালিফোর্নিয়ার পিক্সেলেট অনুযায়ী, অ্যাপেল অ্যাপ ষ্টোর থেকে এই অ্যাপগুলিকে (8 lakh apps ban) সরিয়ে নেওয়ার আগে ২.১ কোটি কাস্টোমার রিভিউ আর রেটিংস পেয়ে ছিল। তাই অ্যাপ ষ্টোর থেকে সরিয়ে নেওয়া হলেও লক্ষ লক্ষ ইউজারের স্মার্টফোন এই অ্যাপগুলি থাকার সম্ভাবনা রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, গুগল প্লে ষ্টোরের ৮৬ শতাংশ আর অ্যাপেল অ্যাপ ষ্টোরের ৮৯ শতাংশ মোবাইল অ্যাপ ১২ বছর আর তার থেকে কম বয়েসের বাচ্চাদের টার্গেট করেছিল। এটাও দেখা গিয়েছে যে কি ২৫ শতাংশ প্লে ষ্টোর অ্যাপস আর ৫৯ শতাংশ অ্যাপ ষ্টোর অ্যাপসে কোন প্রাইভেসি পলিসি নেই।

advertisement

রিপোর্টে আরও বলা হয়েছে যে ২৬ শতাংশ অ্যাপ রাশিয়ান গুগল প্লে স্টোর থেকে সরানো হয়েছে আর ৬০ শতাংশ অ্যাপ চিনের অ্যাপ স্টোরে লিস্টেড ছিল। চিনের অ্যাপ ষ্টোরে কোনও প্রাইভেসি পলিসি ছিল না।

যে অ্যাপগুলি সরিয়ে (8 lakh apps ban) দেওয়া হয়েছে তাদের মধ্যে ৬৬ শতাংশ অ্যাপে কমপক্ষে একটি বিপজ্জনক পারমিশন ছিল। এই ক্ষতিকারক অনুমতিগুলিকে রানটাইম অনুমতিও বলা হয়। এর সাহায্যে, এই অ্যাপ্লিকেশনগুলি সহজেই আপনার ফোনের ডেটার অ্যাক্সেস করতে পারে। যার কারণে সিস্টেম এবং অন্যান্য অ্যাপের কার্যকারিতা প্রভাবিত হতে শুরু করে। সরানো অ্যাপগুলির মধ্যে এমন অনেক অ্যাপ রয়েছে যা ক্যামেরাযর অ্যাক্সেস করে নিয়ে ছিল। এছাড়াও এই অ্যাপগুলির মধ্যে একটি জিপিএস কর্ডিনেট ছিল। কিন্তু আপনার ফোনেও যদি এই অ্যাপগুলি থেকে থাকে তাহলে এক্ষুনি ডিলিট করুন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৮ লক্ষেরও বেশি অ্যাপ ব্যান করল Google আর Apple, আপনার ফোন নেই তো ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল