অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই শুধু নয়, Google photos-এ ব্যাক আপ নিয়ে রাখতে পারে iPhone ও iPad ব্যবহারকারীরাও। যদি আপনি iPhone বা iPad ব্যবহারকারী হন, তা হলে ১৫০০টি ছবি, ভিডিও মিলিয়ে ব্যাক আপ নিয়ে রাখতে পারেন। যদি ডিলিট করতে চান সাময়িক ভাবে করতে পারেন, পরে চাইলে আবার রিস্টোর করে নিতেও পারেন।
আরও পড়ুন - কম পয়সায় বড় ফায়দা, ফোনে ‘এই’ রিচার্জগুলি করলে আনলিমিটেড কল আর ৪ জিবি ডেটা!
advertisement
কী ভাবে করবেন এই ব্যাক আপ? রইল টিপস-
Google photos-এ ব্যাক আপ নিতে গেলে প্রথমেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বা iPhone ও iPad ব্যবহারকারীকে Google Photos ডাউনলোড করতে হবে
তার পর নিজের Google Account-এ লগ ইন করতে হবে
যে ফটো বা ভিডিওটি ডিলিট করতে চান তার উপর ক্লিক করে হোল্ড করে রাখতে হবে
তার পর ডিলিট অপশনে ক্লিক করতে হবে
মাথায় রাখতে হবে যে ফটোটি ডিলিট করা হচ্ছে সেটি ৬০ দিনের জন্য ট্র্যাশে থেকে যাবে, পরে পুরোপুরি ডিলিট হয়ে যাবে
এক্ষেত্রে ব্যাক আপ না নিয়ে যদি ডিলিট করা হয় তা হলে ছবি বা ভিডিওটি ৩০ দিনের জন্য ট্র্যাশে থাকবে এবং পরে ডিলিট হয়ে যাবে
এছাড়াও অনেক সময় এই ধরনের ছবি ও ভিডিওগুলি রিমুভেবল মেমোরি কার্ডে সেভ হয়ে থাকে। যদি এগুলি ডিলিট করতে হয় তা হলে গ্যালারি অ্যাপে যেতে হবে।
আরও পড়ুন - WhatsApp-এর Beta ভার্সন; ডাউনলোড করা যাবে মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ স্টোর থেকেই!
যদি আপনার ফোন থেকে সম্পূর্ণভাবে কিছু ডিলিট করতে চান-
১. এর জন্য আপনার অ্যান্ড্রয়েড, iPhone বা iPad থেকে Google Photos-এ যেতে হবে। গুগল অ্যাকাউন্টে যেতে হবে
২. যে ফটো বা ভিডিওটি ডিলিট করতে চান, তার উপর ক্লিক করে ডিলিট ফ্রম ডিভাইজে ক্লিক করতে হবে
কী ভাবে ডিলিট হয়ে যাওয়া ফটো-ভিডিও রিস্টোর করবেন-
১. Google Photos-এ যেতে হবে। সেখানে নিচে লাইব্রেরি অপশন আসবে, সেখান থেকে ট্র্যাশে যেতে হবে
২. যে ফটো বা ভিডিওগুলি রিস্টোর করতে চান তাতে ক্লিক করে হোল্ড করে রাখতে হবে
আরও পড়ুন - মাত্র ১১,০০০ টাকা দিলেই বাড়িতে আকর্ষণীয় এই গাড়ি! চার চাকার শখ আছে নাকি?
৩. নিচে রিস্টোর অপশন আসবে, সেখান থেকে রিস্টোর করতে হবে, তা হলেই ছবি ও ভিডিওগুলি ফিরে আসবে ফোনের গ্যালারিতে
যদি কোনও ছবি বা ভিডিও লাইব্রেরিতে না পাওয়া যায় তা হলে ধরে নিতে হবে সেটি বা সেগুলি পুরোপুরি ভাবে ডিলিট হয়ে গিয়েছে এবং রিস্টোর করা আর সম্ভব নয়।