TRENDING:

Google Introduces Offline Gmail: ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে মেল, যুগান্তকারী ফিচার আনছে Google

Last Updated:

Google Introduces Offline Gmail: কয়েকটি সামান্য সেটিংসের পরিবর্তন ঘটালেই ব্যবহারকারীরা অফলাইনে মেল করতে বা পড়তে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Google Introduces Offline Gmail: Gmail এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেলিং সার্ভিসগুলির মধ্যে একটি। গত বছরের রিপোর্ট অনুযায়ী ১.৮ বিলিয়নেরও বেশি মানুষ তাঁদের প্রতিদিনের দরকারি মেল পাঠাতে Gmail ব্যবহার করেন। বর্তমানে Google-এর এই ইমেল সার্ভিস ইমেল ক্লায়েন্ট মার্কেট শেয়ারের প্রায় ১৮ শতাংশের মালিক। শুধু তাই নয় বিশ্বের প্রায় প্রায় ৭৫ শতাংশ মানুষ তাঁদের মোবাইল ডিভাইসে প্রতিনিয়ত Gmail সার্ভিস ব্যবহার করেন। Gmail-এর এ হেন জনপ্রিয়তার কথা মাথায় রেখেই Google অফলাইনে Gmail সার্ভিসের সুবিধে দেওয়ার কথা জানিয়েছে।
advertisement

ক্যালিফোর্নিয়ার টেক জায়ান্ট মাউন্টেন ভিউয়ের রিপোর্ট অনুযায়ী, Gmail ব্যবহারকারীরা এখন থেকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থেকেও তাঁদের Gmail মেসেজগুলি পড়তে পারবেন। এছাড়াও ইন্টারনেট ছাড়াই Gmail মারফত মেল পাঠানো, বা ইনবক্সে মেল খোঁজার কাজও করতে পারবেন। Gmail-এ এই ফিচার যুক্ত হলে মেল সার্ভিসের জগতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কম কানেক্টিভিটি বা ইন্টারনেট নেই এমন জায়গায় বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মেল পরিষেবা এতে অত্যন্ত উপকৃত হবে।

advertisement

আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন

এই সার্ভিস অ্যাক্টিভেট করার কাজও খুব সহজ, কয়েকটি সামান্য সেটিংসের পরিবর্তন ঘটালেই ব্যবহারকারীরা অফলাইনে মেল করা বা পড়ার কাজ করতে পারবেন।

১. প্রথমে আমাদের mail.google.com-এ যেতে হবে।

২. Google জানিয়েছে অফলাইন Gmail-এর সুবিধে শুধুমাত্র Google Chrome-এই কাজ করবে এবং শুধুমাত্র তখনই কাজ করবে যখন ব্যবহারকারীরা নরমাল মোডে ব্রাউজ করবেন, কোনও হিডেন মোডে নয়।

advertisement

৩. এবার আমাদের ইনবক্সে গিয়ে সেটিংস বা কগহুইল অপশনে ক্লিক করতে হবে।

৪. “See All Settings"-এ ক্লিক করতে হবে।

৫. নতুন পেজ খুললে “Offline" ট্যাবে ক্লিক করতে হবে।

৬. এবার চেকবক্সে “Enable offline mail" অপশনে ক্লিক করতে হবে, তার পর Gmail-এর তরফে নতুন সেটিংস অপশন খুলে যাবে।

আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!

advertisement

৭. এর পর Gmail-এর সঙ্গে অফলাইন ব্যবহারের ক্ষেত্রে কত দিনের ইমেল সিঙ্ক করতে চাই তা সিলেক্ট করতে হবে৷

৮. Google এবারে আমাদের কম্পিউটারে নির্দিষ্ট স্পেসের পরিমাণ দেখাবে, এছাড়াও আমাদের কম্পিউটারে অফলাইন ডেটা রাখার বা কম্পিউটার থেকে সমস্ত অফলাইন ডেটা ‘রিমুভ’ করার অপশনও দেবে৷

৯. উপরের অপশনটি আমাদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার পর “Save Changes" অপশনে ক্লিক করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১০. এর পরই আমাদের কম্পিউটারে অফলাইন Gmail সার্ভিস শুরু হয়ে যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Introduces Offline Gmail: ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে মেল, যুগান্তকারী ফিচার আনছে Google
Open in App
হোম
খবর
ফটো
লোকাল