TRENDING:

স্মার্টফোনের দামে Jio ল্যাপটপ, নিন রিলায়েন্স JioBook-এর সমস্ত খুঁটিনাটি

Last Updated:

রিলায়েন্স এ বার ল্যাপটপের দুনিয়ায়! লঞ্চ করল প্রথম জিওবুক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রিলায়েন্স গ্রুপ লঞ্চ করেছে তাদের প্রথম ল্যাপটপ। রিলায়েন্স গ্রুপের জিও প্ল্যাটফর্ম ল্যাপটপ প্রবেশ করল, তাদের প্রথম JioBook ল্যাপটপের মাধ্যমে।
advertisement

রিলায়েন্স জিওর এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ২০,০০০ টাকার মধ্যে। আগের বছর রিলায়েন্স জিও গুগলের সঙ্গে যুক্ত হয়ে লঞ্চ করেছিল তাদের প্রথম অ্যান্ড্রয়েড ফোন। এ বার রিলায়েন্স জিও তাদের জিওবুক ল্যাপটপ নিয়ে এসেছে গুগল এবং মাইক্রোসফটের সঙ্গে চুক্তির মাধ্যমে। এক নজরে দেখে নিন রিলায়েন্স জিওর ল্যাপটপের সমস্ত খুঁটিনাটি।

জিও বুকের দাম এবং ওয়ারেন্টি -

advertisement

রিলায়েন্স ডিজিটালের ওয়েবসাইট অনুযায়ী জানা গিয়েছে যে, এই ল্যাপটপের দাম ৩৫,৬০৫ টাকা। কিন্তু এখন এটি স্পেশাল অফারের মাধ্যমে পাওয়া যাচ্ছে মাত্র ১৫,৭৯৯ টাকায়। এই স্পেশাল অফারটি কতদিন থাকবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। ৩১ অক্টোবর থেকে বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে এই ল্যাপটপের ওপরে পাওয়া যাবে বিভিন্ন ধরনের অফার। এই ল্যাপটপের ওপরে পাওয়া যাচ্ছে ১ বছরের ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি।

advertisement

আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম -

রিলায়েন্স জিও-র এই নতুন ল্যাপটপে ব্যবহার করা হয়েছে জিও অপারেটিং সিস্টেম, যা অ্যান্ড্রয়েড বেসড অপারেটিং সিস্টেম যুক্ত। সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই ল্যাপটপের স্থানীয় ভাষায় কাজ করা যাবে। এই ল্যাপটপ উৎপাদন করা হবে ভারতেই।

advertisement

জিও অ্যাপ এবং মাইক্রোসফট ৩৬৫ সার্ভিস -

রিলায়েন্স জিওর এই ল্যাপটপে ব্যবহার করা যাবে বিভিন্ন ধরনের জিও অ্যাপ এবং মাইক্রোসফটের ৩৬৫ সার্ভিসেস। এই মাসের শুরুতে ভারতে অনুষ্ঠিত মোবাইল কংগ্রেস ট্রেড শো-এ সংস্থার তরফে এই ল্যাপটপটি দেখানো হয়।

কোয়ালকম প্রসেসর -

জিওবুক ল্যাপটপে ব্যবহার করা হয়েছে কোয়ালকম ৬৪ বিট, 2জিএইচজেড অক্টা-কোর প্রসেসর, অ্যাড্রিনো ৬১০ জিপিইউ। এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ২ জিবি র্যালম এবং ৩২ জিবি স্টোরেজ। জিও ফোনের মতোই এই ল্যাপটপের রয়েছে রিলায়েন্স জিও এলটিই কানেক্টিভিটি। এ ছাড়াও এই ল্যাপটপে যুক্ত করা যাবে জিও সিম কার্ড। জিওর ৪জি কানেক্টিভিটি ছাড়াও এই ল্যাপটপে সাপোর্ট করবে ওয়াইফাই কানেক্টিভিটি।

advertisement

এইচডি ডিসপ্লে এবং ফ্রন্ট ক্যামেরা -

এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১১.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যার স্ক্রিন রেজোলিউশন ১৩৬৬×৭৬৮। এই ল্যাপটপের ওজন মাত্র ১.২ কেজি।

আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে

পোর্ট এবং স্পিকার -

এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে স্টিরিও স্পিকার। এ ছাড়াও এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ২ মেগাপিক্সেলের ওয়েব ক্যামেরা। এই ল্যাপটপের রয়েছে ২ ইউএসবি পোর্ট, ১ এইচডিএমআই মিনি পোর্ট, ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং মাইক্রো এসডিকার্ড স্লট।

ব্যাটারি লাইফ -

সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই ল্যাপটপে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ ফিচার। এর ফলে এই ল্যাপটপ একবার চার্জ দিলে একটানা ৮ ঘন্টা পর্যন্ত চলবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
স্মার্টফোনের দামে Jio ল্যাপটপ, নিন রিলায়েন্স JioBook-এর সমস্ত খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল