পাবজি (PUBG) মোবাইল গেমের প্রতিদ্বন্দ্বী গ্যারেনা ফ্রি ফায়ার মোবাইল গেম গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা না গেলেও ফ্রি ফায়ার ম্যাক্স (Free Fire Max) এখনও গুগল প্লে স্টোরে রয়েছে। কিছুদিন আগে থেকেই গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে না এই জনপ্রিয় ফ্রি ফায়ার গেম। এখন শোনা যাচ্ছে যে ভারত সরকার এই জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ার ভারতে ব্যান করে দিয়েছে। কিন্তু এখনও গারেনা ইন্টারন্যাশনাল থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকেও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু ভারতে এখনও চালু রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্স।
advertisement
আরও পড়ুন - বন্ধ গারেনা ফ্রি ফায়ার, তাহলে ফ্রি ফায়ার ম্যাক্স চলছে কেন? জেনে নিন কোথায় লুকিয়ে তফাত!
আরও পড়ুন - পুনরাবৃত্তি, PUBG-র পর এবার ভারতে ব্যান করা হল Garena Free Fire গেম
ফ্রি ফায়ার বনাম ফ্রি ফায়ার ম্যাক্স -
ফ্রি ফায়ার হল একটি লাইট ভার্সনের গেম। এটি ডিজাইন করা হয়েছে মোবাইল ডিভাইসের জন্য। এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য শুধু ৭০০এমবি প্রয়োজন। এছাড়া এই গেম ডাউনলোডের জন্য প্রয়োজন মাত্র ১জিবি র্যাম। এর ফলে বেশিরভাগ ফোনেই রয়েছে এই লোয়ার স্পেসিফিকেশনের লাইট ভার্সনের গেম। অন্য দিকে ফ্রি ফায়ার ম্যাক্স লঞ্চ করা হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। এটির জন্য প্রয়োজন প্রায় ১.৫জিবি স্টোরেজ এবং প্রায় ৪জিবি র্যাম। কিন্তু এই দুটি গেমের মধ্যে আসল পার্থক্য রয়েছে গ্রাফিক্স কোয়ালিটিতে।
ফ্রি ফায়ার ম্যাক্স গেমে রয়েছে উন্নত মানের ভিস্যুয়াল ফিডেলিটি, বেটার কালার, ফলিয়েজ, লাইটিং এবং শ্যাডো। অন্য দিকে ফ্রি ফায়ার লাইট ভার্সনের গেম হওয়ার জন্য এতে অনেক আধুনিক ফিচার থাকলেও এর গ্রাফিক্স কোয়ালিটি কম উন্নত। কিন্তু লাইট ভার্সনের গেম হওয়ার জন্য এটি অত্যন্ত জনপ্রিয় এবং অনেকের ফোনেই রয়েছে এই গেম।