কিন্তু এখানেই শেষ নয়। Meesho তার ইউজারদের হাতে নিজের প্ল্যাটফর্মকে ব্যবহার করে অঢেল টাকা উপার্জনের সুযোগও দিচ্ছে। অনেকেই হয় তো জানেন যে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই-কমার্স সাইটে সেলার অ্যাকাউন্ট খুলে নিজের জিনিস বিক্রি এবং তা থেকে উপার্জন করা যায়। একই ভাবে তা করা যায় মিশোর মাধ্যমেও।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
advertisement
কেন না, আদতে তো Meesho অ্যাপ একটি অনলাইন স্টোর। এখান থেকে অনলাইন শপিং করা যায়। অনলাইন শপিং ছাড়াও এখান থেকে টাকা উপার্জন করা সম্ভব। এই ধরনের কাজকে অনলাইনে রিসেলিং বলা হয়ে থাকে। মিশো অ্যাপে কাপড়, বিউটি প্রোডাক্ট, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সের মতো বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়। এই সকল প্রোডাক্ট সেল করে টাকা উপার্জন করা সম্ভব। এর কোনও লিমিট নেই, যে যত বেশি কাজ করবে, সে তত বেশি টাকা উপার্জন করতে পারবে।
মিশো অ্যাপ ব্যবহার করার জন্য সবার প্রথমে এটি ডাউনলোড করতে হবে। প্লে-স্টোর থেকে নিজেদের ফোনে এটি ডাউনলোড করা যাবে। এরপর এই অ্যাপে নিজেদের অ্যাকাউন্ট তৈরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে টাকা উপার্জন করা সম্ভব। এক নজরে জেনে নেওয়া যাক কীভাবে এটি ব্যবহার করা সম্ভব।
Meesho অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করার উপায় -
মিশো অ্যাপ ডাউনলোড করার পর সেটি ওপেন করতে হবে। এরপর নিচের দিকে থাকা অ্যাকাউন্ট আইকন দেখা যাবে। সেই অ্যাকাউন্ট আইকনে ক্লিক করে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর নিজেদের মোবাইল নম্বর ভেরিফাই করে নিতে হবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার উপায় -
এর জন্য সবার প্রথমে মিশো অ্যাপে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে মাই আইকন অপশনে যেতে হবে। এরপর সেখানে মাই ব্যাঙ্ক ডিটেলস নামের একটি অপশন দেখা যাবে, সেটিতে ক্লিক করতে হবে। এরপর সেখানে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য সাবমিট করতে হবে। নিজেদের ব্যাঙ্কের সমস্ত তথ্য সাবমিট করার পরেই মিশোর সঙ্গে যুক্ত হয়ে টাকা উপার্জন করা সম্ভব।
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
Meesho অ্যাপ থেকে টাকা উপার্জন করার উপায় -
মিশো অ্যাপে লার্ন টু আর্ন উইথ মিশো নামের একটি আইকন দেখা যাবে। সেই অপশনে ক্লিক করার পর মিশো রিসেলিং বিজনেস অথবা মিশো অ্যাপ দেখা যাবে। সেখানেই বলে দেওয়া আছে কীভাবে মিশো অ্যাপ থেকে টাকা উপার্জন করা সম্ভব। সেখানে দেওয়া ভিডিওটি পুরো দেখে পরবর্তী স্টেপে যেতে হবে।
এরপর অ্যাড আ প্রোডাক্ট ইউ লাইক টু কার্ট নামের আইকনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে যদি কেউ প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে সেটি সিলেক্ট করার জন্য হোয়াটসঅ্যাপের আইকন দেখা যাবে। সেখানে গিয়ে শেয়ার নাও অপশনে ক্লিক করতে হবে।
রপর হোয়াটসঅ্যাপের কন্টাক্টে যাদের সেই প্রোডাক্ট বিক্রি করতে চান ইউজার, তাঁদের সঙ্গে সেটি শেয়ার করতে হবে। এক্ষেত্রে যাঁদের সঙ্গে সেই প্রোডাক্ট শেয়ার করা হবে তাঁরাই শুধু সেই প্রোডাক্টের ফটো এবং সাইজ দেখতে পাবে। এক্ষেত্রে তারা সেই প্রোডাক্টের দাম সম্পর্কে কিছু জানতে পারবে না।
এক্ষেত্রে কোনও প্রোডাক্ট কারও পছন্দ হয়ে গেলে নিজেরাই তার অর্ডার প্লেস করা যাবে।
এর জন্য সবার প্রথমে সেই প্রোডাক্ট ওপেন করতে হবে। এরপর সেটির সাইজ সিলেক্ট করে অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর কার্ট অপশনে গিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপর ঠিকানা দিয়ে পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে।
এটি সিলেক্ট করার পর সেই প্রোডাক্টের মার্জিন সিলেক্ট করতে হবে অর্থাৎ কোনও প্রোডাক্টের দাম ১০০ টাকা হলে মার্জিন হিসাবে ৫০ টাকা লেখা যাবে। এক্ষেত্রে যে ব্যক্তির কাছে সেই প্রোডাক্ট ডেলিভারি হবে সে সেই প্রোডাক্টের দাম ১৫০ টাকা দেখতে পাবে। এক্ষেত্রে সেই প্রোডাক্ট থেকে ৫০ টাকা লাভ হবে।
Disclaimer: আমরা এই অ্যাপটি প্রচার করছি না। আপনি এই অ্যাপটি ব্যবহার করতে চান কি না সেটি আপনার উপর নির্ভর করছে।