নতুন এই পরিষেবা সামাজিক এবং অর্থনৈতিক ভাবে সমস্ত স্তরের মানুষের কাছে ডিজিট্যাল মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে সহায়ক হবে বলে জানিয়েছে সিএসসি হেলথ সার্ভিস। ডাক্তারদের পরামর্শ থেকে শুরু করে কোভিড-১৯ (COVID-19) সম্পর্কিত বিস্তৃত সংস্থানগুলি অ্যাক্সেস করা এবং তাদের প্রশ্নের সমাধান করা সহজ করে তুলবে। এটি দাবি করে যে হোয়াটসঅ্যাপ হেল্পডেস্ক ব্যবহারকারীদের সাধারণ স্বাস্থ্যের পাশাপাশি COVID-19 সম্পর্কিত ক্ষেত্রে তাদের নির্দিষ্ট স্বাস্থ্যের চাহিদার উপর ভিত্তি করে একজন উপযুক্ত ডাক্তারের কাছে গাইড করবে।
advertisement
আরও পড়ুন - ল্যাপটপে জল পড়ে গিয়েছে? মুহূর্তে এই কাজগুলি করলে হবে না কোনও ক্ষতি
এখান থেকে যে কোনও পরিষেবার জন্য কোনও খরচ নেলাগবে না, মানে ব্যবহারকারীরা বিনামূল্যে হোয়াটসঅ্যাপে CSC স্বাস্থ্য পরিষেবা হেল্পডেস্ক (CSC Health Services Helpdesk) অ্যাক্সেস করতে পারবেন। হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই পরামর্শ পাওয়া যাবে। সিএসসি হেল্প ডেস্ক-এর সুবিধা পেতে ব্যবহারকারীদের +917290055552 নম্বরে ‘Hi’ লিখে পাঠাতে হবে। এর পর নিজের চাহিদা মতো নির্দিষ্ট অপশনটি বেছে নিতে হবে।
আরও পড়ুন - WhatsApp Undo Status: ভুল করে পোস্ট দিয়ে ফেলেছেন, চিন্তা নেই মোছা যাবে সেকেন্ডে
সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া (CSC Health Services Helpdesk) লিমিটেডের সিইও দীনেশকুমার ত্যাগী, বলেছেন, 'গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পরিকাঠামোগত পরিষেবাগুলি পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। CSC এর টেলি-হেলথ কনসালটেন্সি একেবারে তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা বিশ্বাস করি যে WhatsApp-এ এর সম্প্রসারণ আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা উপলব্ধ আরও সহজলভ্য হয়ে যাবে। উল্লেখযোগ্য, এই CSC স্বাস্থ্য পরিষেবা হেল্পলাইনটি ইনফোবিপ টেকনোলজিস (Infobip Technologies) দ্বারা তৈরি করা হয়েছে।