TRENDING:

কৃষকদের সরকারি প্রকল্পের কথা জানাবে ChatGPT, কথা হবে ১২টি ভারতীয় ভাষায়

Last Updated:

WhatsApp চ্যাটবট কৃষকদের বিভিন্ন সরকারি প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে জানতে সাহায্য করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রযুক্তির পৃথিবী নতুন বাঁক নিয়ে ফেলেছে, এখন অপেক্ষা শুধুমাত্র নতুন যাত্রা শুরুর। গত কয়েকদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভিত্তিক চ্যাটবট ChatGPT নিয়ে ইন্টারনেট উত্তাল, চলছে নানা রকম আলাপ আলোচনা। এই নতুন প্রযুক্তির ভাল এবং মন্দ নিয়েই ভাবিত প্রায় গোটা পৃথিবী।
advertisement

বর্তমানে ভারত সরকার ChatGPT দ্বারা পরিচালিত WhatsApp চ্যাটবটে কাজ করছে। এই WhatsApp চ্যাটবট কৃষকদের বিভিন্ন সরকারি প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে জানতে সাহায্য করবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত একটি খবর অনুযায়ী, ChatGPT চালিত WhatsApp চ্যাটবট আনতে কাজ করছে ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক (MeitY)। এ নিয়ে কাজ করছে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে 'ভাষিনী'-র এক প্রতিনিধি দল। এই চ্যাটবট ভয়েস কমান্ড বা ভাষ্য আদেশের মাধ্যমে কৃষকদের প্রধান সরকারি প্রকল্প সম্পর্কে জানতে সাহায্য করবে। অর্থাৎ, সরাসরি নিজ কণ্ঠে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?

সরকারি তরফে এক ঊর্ধ্বতন কর্মকর্তার তরফে ওই প্রতিবেদনে জানান হয়েছে, WhatsApp চ্যাটবটটি ChatGPT দিয়ে তৈরি করা হচ্ছে। Microsoft-এর সিইও সত্য নাদেলা নিজেও ‘ওয়ার্ল্ড ইকোনমিক’ ফোরামে প্রায় একই কথা উল্লেখ করেছেন।

বর্তমানে চলছে ভাষিনীর পরীক্ষা পর্ব। এতে ১২টি ভারতীয় ভাষা ব্যবহার করা যেতে পারে। WhatsApp চ্যাটবট ইংরেজি, হিন্দি, মারাঠি, বাংলা, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া এবং অসমীয়া-সহ ১২টি ভাষা বুঝতে পারে বলে দাবি করা হয়েছে। ব্যবহারকারীরা এই ভাষাগুলির যে কোনও একটি ভাষায় ‘ভয়েস নোট’ পাঠাতে পারেন। প্রতিক্রিয়ায় তাঁরা একই ভাবে ‘ভয়েস নোট’-এর মাধ্যমে উত্তর পাবেন। ধরা যাক কোনও ব্যবহারকারী যদি ‘পিএম কিসান’ সম্পর্কে কোনও তথ্য জানতে চান, তা হলে এই চ্যাটবট তাঁকে এই প্রকল্প সম্পর্কিত সমস্ত তথ্য জানাতে পারবে।

advertisement

আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা

ChatGPT কী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ChatGPT একটি ‘আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স টুল’। সহজ ভাষায় বলতে গেলে, ChatGPT হল এক ধরনের চ্যাটবট, যার সাহায্যে যে কোনও মানুষ চ্যাট করতে বা কথোপকথ চালিয়ে যেতে পারেন। ChatGPT-তে যে কোনও প্রশ্ন করা যেতে পারে। কেউ যখন একটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন তখনই স্বয়ংক্রিয় ভাবে এই প্রযুক্তি বা কৃত্রিম মেধা তার উত্তর দিয়ে দেবে। সে উত্তর সঠিক হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কৃষকদের সরকারি প্রকল্পের কথা জানাবে ChatGPT, কথা হবে ১২টি ভারতীয় ভাষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল