র্যানসামওয়ার অ্যাটাক যা ক্ষতি করতে পারে -
এটি এক ধরনের ম্যালওয্যার। যার মাধ্যমে ডিজিটাল যে কোনও ডিভাইসের ক্ষতি হতে পারে। ব্যাঙ্কের টাকা চুরি হয়ে যেতে পারে নিজের অজান্তে এবং চুরি হয়ে যেতে পারে যে কোনও ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ তথ্য ও নথি। ২০১১ সাল থেকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে এই ধরনের র্যানসামওয়ার-এর হানাদারি। এদের কাজ হল বিভিন্ন ডিজিটাল ডিভাইসে ঢুকে গুরুত্বপূর্ণ নথি চুরি করা। তার বাইরে এরা যে কোনও সময় ব্যাঙ্কের টাকা লোপাট করে দিতে পারে। কারণ বর্তমানে ব্যাঙ্কের কাজও ডিজিটালি করা হচ্ছে। এর ফলে এই ধরনের র্যানসামওয়ার অ্যাটাক থেকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
advertisement
আরও পড়ুন - আপনার অ্যান্ড্রয়েড ফোনটিই হয়ে উঠবে একটি ডিজিটাল ফোটো ফ্রেম, কী ভাবে? দেখে নিন
বিভিন্ন ধরনের র্যানসামওয়ার অ্যাটাক -
বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের র্যানসামওয়ার অ্যাটাক রয়েছে। এদের এক একটির কাজ এক একরকম। কারও কাজ হল ডিভাইস হ্যাক করা আবার কারও কাজ হল তথ্য চুরি করা। আবার কিছু র্যানসামওয়ার সরাসরি ডিভাইসে হানা দিয়ে ব্যাঙ্কের টাকা চুরি করে। গ্রাহকদের ডিভাইস হ্যাক করে অনায়াসেই তাদের ব্যাঙ্কের টাকা চুরি করে নিতে পারে র্যানসামওয়ার। এর ফলে এই ধরনের র্যানসামওয়ার অ্যাটাক থেকে সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে।
র্যানসামওয়ার অ্যাটাক থেকে বাঁচার জন্য সতর্ক হওয়া প্রয়োজন -
যে কোনও সাইবার অপরাধের বাড় বাড়ন্তের পিছনে রয়েছে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে ক্রমাগত হারে বেড়ে চলেছে র্যানসামওয়ার অ্যাটাক। কারণ সাইবার সিকিউরিটি এখনও তেমন মজবুত নয়। এর ফলে এই ধরনের র্যানসামওয়ার অ্যাটাক করা যাচ্ছে সহজেই। একটি নির্দিষ্ট সাইবার সিকিউরিটি অবলম্বন করতে পারলে এই ধরনের র্যানসামওয়ার অ্যাটাক থেকে বাঁচার সম্ভাবনা রয়েছে। তাই আরও বেশি করে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এর থেকে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।