TRENDING:

BRATA Malware: সাবধান! ফোনে ম্যালওয়্যারের হানা, চুরি করতে পারে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ তথ্য

Last Updated:

BRATA Malware: বিগত কয়েক বছর ধরে হ্যাকার এবং সাইবার ক্রিমিনালরা ইউজারদের ফোনে ক্ষতিকারক ব্রাটা ম্যালওয়্যারের প্রবেশ করিয়ে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
BRATA Malware: বিশ্বের প্রায় ৮৫ শতাংশের বেশি স্মার্টফোন চালিত হয় অ্যান্ড্রয়েড (Android) অপারেটিং সিস্টেম দ্বারা। হ্যাকার এবং সাইবার ক্রিমিনালদের কাছে প্রধান টার্গেট হল ফোনের অপারেটিং সিস্টেম। অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম ইউজারদের অনুমতি দেয় থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে। কিন্তু গুগল (Google) অনেক আগে থেকেই সতর্ক করেছে এই সকল থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড না করতে। কারণ থার্ড পার্টি অ্যাপ থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করলে বিপদের সম্ভাবনা থেকে যায়। এর মাধ্যমে হ্যাকাররা এবং সাইবার ক্রিমিনালরা ক্ষতিকারক ম্যালওয়্যার (Malware) ঢুকিয়ে দিতে পারে ইউজারদের ফোনে। এমনই একটি ম্যালওয়্যার হল ব্রাটা (BRATA)। বিগত কয়েক বছর ধরে হ্যাকার এবং সাইবার ক্রিমিনালরা ইউজারদের ফোনে ক্ষতিকারক ব্রাটা ম্যালওয়্যারের প্রবেশ করিয়ে চলেছে।
advertisement

ব্রাটা কী -

এটি হল এক ধরনের ভাইরাস। এর কাজ হল বিভিন্ন ধরনের সিস্টেমে প্রবেশ করে সেগুলো হ্যাক করা। এর মাধ্যমে হ্যাকার এবং সাইবার ক্রিমিনালরা চুরি করতে পারে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নথি। এর মাধ্যমে ব্যাঙ্কের টাকা লোপাট করা সম্ভব। এই ধরনের ম্যালওয়্যার ব্যাবহার করা হয় অপরাধমূলক কাজের জন্য। ব্রাজিলের ইউজারদের সবথেকে বেশি টার্গেট করে এই ব্রাটা।

advertisement

আরও পড়ুন - Jio Cheapest Prepaid Plan: সবচেয়ে সস্তা প্ল্যানের ধামাকা! ৩০০ টাকারও কম প্ল্যানে Free Calling! 42GB Data

ব্রাটার কাজের পদ্ধতি -

বিভিন্ন ধরনের অ্যাপের মাধ্যমে সেটি স্মার্টফোনে প্রবেশ করে। বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেই এটি ফোনে প্রবেশ করে। ফোনের থেকে ইউজারদের ব্যাঙ্কের সমস্ত তথ্য সংগ্রহ করে হ্যাকার এবং সাইবার ক্রিমিনালদের কাছে তা পাঠিয়ে দেয় ব্রাটা ম্যালওয়্যার। এর জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের মাল্টিপল কমিউনিকেশন চ্যানেল।

advertisement

আরও পড়ুন - COVID-19 Test Mail Scam: কোভিড পরীক্ষার মেল থেকে সাবধান, হয়ে যেতে পারেন সর্বস্বান্তও

ব্রাটা থেকে বাঁচার উপায় -

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রথমেই মনে রাখতে হবে যে ভেরিফায়েড অ্যাপ ছাড়া অন্য কোনও ধরনের অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। সবসময় থার্ড পার্টি অ্যাপ থেকে দূরত্ব বজায় রাখা দরকার। বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করার আগে সেই সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার এবং না জেনেই সেই অ্যাপ ডাউনলোড করার জন্য নিজেদের বিভিন্ন ধরনের ডাটা অ্যাকসেস করার অনুমতি দেওয়া উচিত নয়। এছাড়া নিজেদের সিস্টেমে বিভিন্ন সোর্স থেকে আসা অজানা লিঙ্কে ক্লিক করা উচিত নয়। মেলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে নিজেদের ফোনে সেই লিঙ্ক পাঠানো হতে পারে। বর্তমানে সাইবার ক্রিমিনালরা বিভিন্ন ধরনের উপায় বার করছে, তাই সবসময় সতর্ক থাকা প্রয়োজন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
BRATA Malware: সাবধান! ফোনে ম্যালওয়্যারের হানা, চুরি করতে পারে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল