Google-এ কথার মাধ্যমে নির্দেশ বন্ধ করার উপায়-
- প্রথমেই ওপেন করতে হবে Google অ্যাপ।
- এর পর মেনু আইকনে (Menu Icon) যেতে হবে। এটি পেজের বাঁদিকের ওপরের কোণে রয়েছে।
- এর পর সেটিং (Setting) অপশনে ক্লিক করতে হবে, সেখান থেকে ভয়েস (Voice) অপশনে ক্লিক করতে হবে। এরপর ওকে গুগল (OK Google) অপশনটি বন্ধ করতে হবে।
advertisement
- পরবর্তীকালে ইউজাররা আবার যখন চাইবে যে তাদের কথা গুগল শুনুক, তখন আবার বলতে হবে ওকে গুগল (OK Google)।
আরও পড়ুন - WhatsApp ব্যবহারকারীদের জন্য দুঃখের খবর! ১ নভেম্বর থেকে এইসব ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ
Google হোম ডিভাইজ সুরক্ষিত করার উপায়-
- প্রথমেই চালু করতে হবে ভয়েস ম্যাচ।
- এর পর ডিভাইজ মিউট করতে হবে যখন সেটি ইউজাররা ব্যবহার করবে না।
- এক্সটারনাল ডিভাইজ এবং পার্সোনাল অ্যাকাউন্টের লিঙ্ক লিমিট করতে হবে।
- এর পর নিজেদের পুরনো রেকর্ডিং ডিলিট করে দিতে হবে।
- এর পর নিজেদের Google অ্যাকাউন্টে ২-ফ্যাক্টর অথেনটিকেশন (Two-Factor Authentication) ব্যবহার করতে হবে।
Google হোমে অন্যেরাও কানেক্ট করতে পারে কী করে-
'গেস্ট মোড' চালু করে রাখলেই অন্যেরাও Google হোমে কানেক্ট করতে পারবে। এর ফলে অন্যেরা ওয়াই-ফাই নেটওয়ার্কেও কানেক্ট করতে পারে। গুগল কাস্ট (Google Cast)-এর সাহায্যে অন্যেরা সহজেই ইউজারদের Google হোমে কানেক্ট করতে পারে। গুগল কাস্ট নিজের থেকেই গুগল হোম ডিভাইস কানেক্ট করে অন্যান্য অ্যাপ চালু করতে সাহায্য করে।
আরও পড়ুন - BSNL-এর সব থেকে সস্তার প্ল্যান এখন আরও বেশি সস্তা; জেনে নিন এক ঝলকে
Google Assistant-এর ফলে ইউজারদের যেমন সুবিধা হয় ঠিক তেমনই এর মাধ্যমে হ্যাকাররা হ্যাক (Google Assistant Hack) করতে পারে তাদের ফোন। এটি হ্যাক করে অন্যের কাছে ফোন করা যেতে পারে, অন্যকে মেসেজ পাঠানো যেতে পারে। যা আসলে ইউজারদের সমস্যার সৃষ্টি করতে পারে। এর জন্য যখন দরকার তখন এটি ব্যবহার করে অন্য সময়ে এই ফিচারটি বন্ধ করে রাখা উচিত।