উৎসবের মরসুমের জন্য যারা নিজেদের বাড়িকে আপগ্রেড করে তুলতে চায়, তাদের জন্য Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে রয়েছে ধামাকা অফার। এই সেলে Amazon-এর বিভিন্ন স্মার্ট ডিভাইজ পাওয়া যাচ্ছে খুবই কম দামে। এছাড়াও Amazon-এর তরফে ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে এই সেলে। এই ডিসকাউন্ট ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইএমআই (EMI)-এর ক্ষেত্রেও প্রযোজ্য। এক নজরে দেখে নেওয়া যাক Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ফায়ার টিভি স্টিক, অ্যালেক্সায়, কিন্ডলে কেমন অফার পাওয়া যাচ্ছে!
advertisement
আরও পড়ুন- গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে বাড়ল HDFC ব্যাঙ্কের ধামাকা ডিসকাউন্টের মেয়াদ; জানুন বিশদে
Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ৪ জেনারেশন Amazon ইকো ডট স্মার্ট স্পিকার (Fourth-Generation Amazon Echo Dot Smart Speaker) এবং ৯ ডাবলু উইপ্রো স্মার্ট এলইডি লাইট (9W Wipro Smart LED Light) একসঙ্গে পাওয়া যাচ্ছে ৪,৯৯৯ টাকায়। যার মূল দাম ১১,০৯৭ টাকা।
Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে (Amazon Great Indian Festival Sale) ৩ জেনারেশন Amazon ইকো ডট স্মার্ট স্পিকার (Third-Generation Amazon Echo Dot Smart Speaker) এবং ফায়ার টিভি স্টিক (Fire TV Stick) একসঙ্গে পাওয়া যাচ্ছে ৩,৭৯৮ টাকায়। যার মূল দাম ৯,৪৯৮ টাকা।
Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ইকো শো ৫ স্মার্ট ডিসপ্লে (Echo Show 5 Smart Display) পাওয়া যাচ্ছে ৩,৯৯৯ টাকায়। যার মূল দাম ৪,৪৯৯ টাকা।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার, চ্যাট ছেড়ে বেরিয়ে গেলেও শোনা যাবে ভয়েস মেসেজ
Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Amazon ফায়ার টিভি স্টিক ৪কে (Fire TV Stick 4K) পাওয়া যাচ্ছে ২,৯৯৯ টাকায়। যার মূল দাম ৫,৯৯৯ টাকা।
Amazon-এর এই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (Amazon Great Indian Festival Sale) সেলে কিন্ডল পেপারহোয়াইট (Kindle Paperwhite) পাওয়া যাচ্ছে ১০,২৯৯ টাকায়। যার মূল দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও ৬ ইঞ্চির কিন্ডল ই-রিডার (Kindle e-readers) পাওয়া যাচ্ছে ৬,২৯৯ টাকায়। যার মূল দাম ৭,৯৯৯ টাকা।