TRENDING:

Oppo Find N3: ফোল্ড ফোন কেনার আগে অপেক্ষা করুন! Oppo-র এই ফোন মাথা ঘুরিয়ে দেবে! দামেও সস্তা!

Last Updated:

Oppo Find N3: ফোল্ড বা ফ্লিপ ফোন কিনবেন ভাবছেন? তাহলে এক সপ্তাহ অপেক্ষা করে যান! এই ফোন না দেখে অন্য ফোন কিনবেন না!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Oppo Find N3: আগামী সপ্তাহেই চিনে লঞ্চ করতে চলেছে Oppo Find N3। বৃহস্পতিবার, ১২ অক্টোবর এই ঘোষণা করেছে Oppo। ওই একই দিনে সারা বিশ্বে আত্মপ্রকাশ করবে Oppo Find N3 Flip। চিনের বাজারে ইতিমধ্যেই লঞ্চ করে গিয়েছে Oppo Find N3 Flip। তবে ভারতে এখনও তা আসেনি। সময় লাগবে আরও কিছুদিন। গত বছর বাজারে এসেছিল Oppo Find N2। মনে করা হচ্ছে তারই উত্তরসূরি হিসেবে আসছে Oppo Find N3। বইয়ের মতো ভাঁজ হওয়া এই স্মার্টফোনটি Snapdragon 8 Gen 2 SoC দ্বারা চালিত।
photo source collected
photo source collected
advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ১৯ অক্টোবর, সিঙ্গাপুরে, চিনা সময় দুপুর ২টো ৩০ মিনিটে লঞ্চ করা হবে Oppo Find N3। এই বিষয়ে টিজার পোস্টার শেয়ার করেছে সংস্থাটি। Oppo-র নিজস্ব YouTube চ্যানেলে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হবে। টিজার পোস্টারে দেখা গিয়েছে, ফোনের পিছনে থাকবে একটি বিশাল ক্যামেরা আইল্যান্ড। মনে করা হচ্ছে, OnePlus Open-এর সঙ্গে বেশ মিল রয়েছে Oppo Find N3-এর। তবে পিট লাউলেড-এর সংস্থাটি এখনও জানায়নি তার প্রথম ফোল্ডেবল ফোনটি কবে রিলিজ করবে।

advertisement

আরও পড়ুন:  চার দিন নয়! এক দিনের দুর্গা পুজো! মায়ের বোধনের দিনেই বিসর্জন! মন ভার সকলের!

জানা গিয়েছে, Snapdragon 8 Gen 2 SoC চালিত এই ফোনটিতে থাকবে ১২ জিবি RAM-সহ Geekbench প্রযুক্তি। Android 13 অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি, এমনই মনে করা হচ্ছে। এর আগেই কানাঘুষোয় শোনা গিয়েছিল এটিতে থাকতে পারে ১২০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৭.৮২-ইঞ্চি (২,২৬৮ x ২,৪৪০ পিক্সেল) OLED ইন্টারনাল ডিসপ্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৩১-ইঞ্চি (১,১১৬ x ২,৪৮৪ পিক্সেল) OLED এক্সটারনাল স্ক্রিন।

advertisement

আরও পড়ুন:  সোনাক্ষির সঙ্গে মুখের মিল! ঠিক যেন…! এই বিশেষ কারণেই বলিউড ছেড়ে ছিলেন রিনা রায়!

এতে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ৩x অপটিক্যাল জুম-সহ একটি ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ৩২ মেগাপিক্সেল বা ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ১০০W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪,৮০৫mAh ব্যাটারি থাকতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Oppo Find N3: ফোল্ড ফোন কেনার আগে অপেক্ষা করুন! Oppo-র এই ফোন মাথা ঘুরিয়ে দেবে! দামেও সস্তা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল