TRENDING:

ওয়ান প্লাস-এর ফোন কেনার সেরা সময় এখন! Red Rush Days-এ অবিশ্বাস্য দাম

Last Updated:

Oneplus- সীমিত সময়ের এই ইভেন্ট শুরু হয়েছে গত ১১ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ক্রেতাদের জন্য দারুণ সুখবর! আসলে Red Rush Days ঘোষণা করেছে OnePlus। আর এটা হল ভারতে সংস্থার কমিউনিটি মেম্বারদের জন্য একটা নতুন প্রোমোশনাল সেল। সীমিত সময়ের এই ইভেন্ট শুরু হয়েছে গত ১১ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
News18
News18
advertisement

এই আকর্ষণীয় ডিলের অংশ হয়ে উঠেছে OnePlus 13 series এবং OnePlus Nord 4। যা কম দামেই মিলবে। যেমন – OnePlus 13-র উপর মিলবে ১২ হাজার টাকা ছাড়। আবার OnePlus 13R-এর উপর পাওয়া যাবে ১০০০০ টাকা ছাড়। গত বছরের OnePlus 12 পাওয়া যাচ্ছে সেল-এক্সক্লুসিভ হিসেবে। এই সেলে এর উপর মিলবে ৩০০০ টাকা ছাড়। আরও ৪০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন- বাড়িতে ২৪ ঘণ্টাই ওয়াইফাই চালু রাখেন? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ! জানুন

Red Rush Days সেলের বেশ কিছু আকর্ষণীয় ডিল

১. এই সেলে সিলেক্ট ব্যাঙ্ক কার্ডে OnePlus 13-র উপর মিলবে ৫০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং OnePlus 13R-এর উপর পাওয়া যাবে ৩০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট। সেই সঙ্গে ৭০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাচ্ছে। OnePlus-এর বক্তব্য, Bajaj Finserv এবং অন্যান্য প্রথম সারির ক্রেডিট কার্ডের উপর ২৪ মাসের জন্য নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে।

advertisement

২. সিলেক্ট ব্যাঙ্ক কার্ডে OnePlus 12-র উপর সেল-এক্সক্লুসিভ ডিসকাউন্টে মিলবে ৪০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট। Bajaj Finserv এবং অন্যান্য প্রথম সারির ক্রেডিট কার্ডের উপর উপর ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে।

৩. OnePlus Nord 4-এর উপর ১০০০ টাকা পর্যন্ত এক্সক্লুসিভ ডিসকাউন্ট দিচ্ছে OnePlus। সেই সঙ্গে বাছাই করা ব্যাঙ্ক কার্ডের উপর ৪০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। Bajaj Finserv এবং অন্যান্য প্রথম সারির ক্রেডিট কার্ডের উপর উপর ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে।

advertisement

৪. OnePlus Nord CE 4-এর উপর ১০০০ টাকা পর্যন্ত এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে বাছাই করা ব্যাঙ্ক কার্ডের উপর ২০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। আর Bajaj Finserv এবং অন্যান্য প্রথম সারির ক্রেডিট কার্ডের উপর উপর ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে। OnePlus Nord CE 4 Lite-এর উপর ২০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ৩ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই বিকল্প পাওয়া যাচ্ছে।

advertisement

আরও পড়ুন- ঘরের সব কোণায় পৌঁছবে ঠান্ডা হাওয়া, ৫ মিনিটে কনকনে ঘর, বছরের সেরা দেড় টনের ১০ এসি কোনগুলি?

৫. OnePlus Red Rush Days সেলে OnePlus Watch 2-এর উপর ২০০০ টাকার এক্সক্লুসিভ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে ১০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর বিকল্প পাওয়া যাবে। OnePlus Watch 2R-এর উপর মিলছে ৩০০০ টাকার এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং ১০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট। বিশেষ করে OnePlus Watch 2R-এর ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই বিকল্প দিচ্ছে OnePlus।

৬. OnePlus Pad 2-এর উপর ২০০০ টাকার এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং ৩০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। আর OnePlus Pad Go-এর উপর ৩০০০ টাকার এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং ২০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ৯ মাস পর্যন্ত ইএমআই অপশন-সহ OnePlus Pad 2-এর উপর ৫০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৭. OnePlus Buds Pro 3-এর উপর এক্সক্লুসিভ ডিসকাউন্টের পাশাপাশি ১০০০ টাকার অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আর ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনও রয়েছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ওয়ান প্লাস-এর ফোন কেনার সেরা সময় এখন! Red Rush Days-এ অবিশ্বাস্য দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল