১১ এপ্রিল ভারতে অনুষ্ঠিত হওয়া মিডিয়াটেক ডেয়ারিজ ইভেন্ট ফর ইন্ডিয়াতে OnePlus ইন্ডিয়ার সিইও নবনীত নাকরা জানিয়েছেন যে, OnePlus-এর নতুন R ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা হতে চলেছে মিডিয়াটেক চিপ। মিডিয়াটেক কোম্পানির সঙ্গে পার্টনারশিপে তৈরি করা হবে OnePlus Nord স্মার্টফোন এবং OnePlus স্মার্ট টিভি। সেই অনুষ্ঠানেই OnePlus ইন্ডিয়ার সিইও নবনীত নাকরা জানান তাঁদের নতুন R ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10R 5G সম্পর্কে। OnePlus 10 সিরিজের নতুন ফোন হল OnePlus 10R 5G। এটি ভারতে তাঁদের পরবর্তী ফোন হতে চলেছে। যা খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে চলেছে। OnePlus ইন্ডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে যে, সেই ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৮ এপ্রিল। সেখানেই ঘোষণা করা হবে তাদের OnePlus 10 সিরিজের নতুন ফোন OnePlus 10R 5G সম্পর্কে।
advertisement
আরও পড়ুন: এক ধাক্কায় হাফ দাম, Xiaomi 11 Pro 5G কেনার দারুণ সুযোগ
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা OnePlus ইন্ডিয়ার ইভেন্টে তাদের দুটি স্মার্টফোন সম্পর্কে ঘোষণা করা হতে পারে। এর মধ্যে একটি হল OnePlus 10R 5G এবং আরেকটি হল OnePlus Nord CE 2 Lite। এছাড়াও তাদের ইভেন্টে লঞ্চ করা হতে পারে OnePlus Nord TWS Earbuds। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus 10R 5G ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
OnePlus 10R 5G ফোনের ফিচার -
OnePlus 10R 5G ফোনে রয়েছে মিডিয়াটেক চিপসেট। OnePlus 10R 5G ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ (FHD+) অ্যামোলেড ডিসপ্লে। OnePlus 10R 5G ফোনে রয়েছে ১২০এইচজেড (120Hz) রিফ্রেশ রেট। এছাড়াও OnePlus 10R 5G ফোনে রয়েছে ১২জিবি(GB) র্যাম (RAM) এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ।