TRENDING:

OnePlus: লাইভ হয়েছে মাইক্রোসাইট, কবে লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 3? জানুন

Last Updated:

OnePlus কোম্পানি এই Nord সিরিজের ফোনটি আগামী ৫ জুলাই লঞ্চ করতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
OnePlus: জনপ্রিয় মোবাইল কোম্পানি OnePlus ভারতে লঞ্চ করতে চলেছে তাদের একটি নতুন ফোন।OnePlus কোম্পানি অফিসিয়াল ভাবে এই বিষয়টি নিশ্চিত করেছে। জানা গিয়েছে যে OnePlus কোম্পানি এই Nord সিরিজের ফোনটি আগামী ৫ জুলাই লঞ্চ করতে চলেছে। OnePlus কোম্পানির এই Nord সিরিজে দুটি ফোন, অর্থাৎ OnePlus Nord 3 এবং OnePlus Nord CE 3 অন্তর্ভুক্ত থাকবে। বিগত সপ্তাহে OnePlus কোম্পানি এই ফোনের ডিসপ্লে সম্পর্কে তথ্য দিয়েছিল। সম্প্রতি এই ফোনের ক্যামেরা সম্পর্কেও বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে।
advertisement

OnePlus তাদের আসন্ন OnePlus Nord CE3 5G ফোনের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে। সেখানে কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই সপ্তাহে লঞ্চ হওয়া OnePlus Nord CE3 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই স্মার্টফোনটিতে Sony IMX890 প্রাইমারি সেন্সর এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এই ফোনটিতে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: বাজারে গেলেই আগুন! লঙ্কা শুধু নয়, এই সব সবজির দাম শুনলে আঁতকে উঠবেন!

OnePlus Nord CE3 ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৬.৭ ইঞ্চির Fluid AMOLED ডিসপ্লে। এছাড়াও ১২০Hz রিফ্রেশ রেট OnePlus Nord CE 3 ফোনে রয়েছে। কোম্পানি নিশ্চিত করেছে যে OnePlus Nord CE 3 ফোন Qualcomm Snapdragon 782G চিপসেট দ্বারা চালিত হবে। এই ফোন অ্যাকোয়া সার্জ ফিনিশ কালার অপশন সহ পাওয়া যাবে। OnePlus Nord CE 3 ফোনের সঙ্গে কোম্পানি OnePlus Nord 3 ফোনও লঞ্চ করবে। রিপোর্ট অনুসারে OnePlus Nord 3 ফোনে একটি ৬.৭৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রেজোলিউশন ১২৪০×২৭২৭ পিক্সেল হতে পারে। জানা গিয়েছে যে, এই ফোনের ডিসপ্লে ১৪৪Hz রিফ্রেশ রেট হতে পারে।

advertisement

আরও পড়ুন:

এছাড়াও জানা গিয়েছে যে, OnePlus Nord 3 ফোন হাই-পারফরম্যান্স অক্টা-কোর মিডিয়াটেক ডায়মেনসিটি ৯০০০ চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। মনে করা হচ্ছে এই ফোনে ১৬ জিবি পর্যন্ত RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া যেতে পারে। কিন্তু, এই দুটি ফোনের সব ফিচার সম্পর্কে সঠিক তথ্য লঞ্চের পরই জানা যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus: লাইভ হয়েছে মাইক্রোসাইট, কবে লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 3? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল