TRENDING:

OnePlus Phone: ২০০০ টাকা সস্তায় OnePlus-এর ১২ জিবি র‍্যামের স্মার্টফোন, কোন মডেল দেখে নিন

Last Updated:

OnePlus Phone: এক নজরে দেখে নেওয়া যাক এই সেল এবং OnePlus Nord CE 3 5G ফোনের সমস্ত খুঁটিনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জনপ্রিয় কোম্পানি OnePlus জুলাই মাসে OnePlus Nord CE 3 5G ফোন লঞ্চ করেছিল এবং আজ অর্থাৎ ৪ অগাস্ট এই ফোনটি প্রথমবারের মতো সেলে নিয়ে আসা হল। OnePlus কোম্পানির এই OnePlus Nord CE 3 5G ফোনে Snapdragon 782G চিপসেট, ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর এবং ৫০০০ mAh ব্যাটারির মতো ফিচার দেওয়া হয়েছে। OnePlus Nord CE3 ফোনের প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ২৬,৯৯৯ টাকা। এক নজরে দেখে নেওয়া যাক এই সেল এবং OnePlus Nord CE 3 5G ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement

OnePlus Nord CE 3 5G-এর বেস মডেলটি ৮জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যায় এবং এর দাম ২৬,৯৯৯ টাকা। অন্য দিকে, এর ১২ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৮,৯৯৯ টাকা। গ্রাহকরা এই ফোনটি দুটি রঙের বিকল্পে কিনতে পারবেন – অ্যাকোয়া সার্জ এবং গ্রে শিমার।

advertisement

OnePlus Nord CE 3 5G কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Amazon-এ ৪ অগাস্ট দুপুর ১২টা থেকে সেল চলবে। গ্রাহকরা যদি নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন, তাহলে এই ফোনে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড়ের সুবিধাও দেওয়া হবে।

OnePlus Nord CE 3 5G ফোনের ফিচার:

এই OnePlus Nord CE 3 5G স্মার্টফোনটিতে একটি ৬.৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে, যা ফুল HD রেজোলিউশনের সঙ্গে আসে। এর ডিসপ্লে ১২০Hz রিফ্রেশ রেট সমর্থন করে। একই সঙ্গে এই ফোনের টাচ রেসপন্স রেট ২৪০Hz। এই ফোনটি HDR ১০+ কনটেন্ট সাপোর্ট করে।

advertisement

আরও পড়ুন: ফেক চার্জার ও অরিজিনাল চার্জার চেনার আসল উপায় জানেন? ভুল করলেই কিন্তু ফোন খারাপ!

আরও পড়ুন: এসে গেল WhatsApp-এর দুই অভাবনীয় নতুন ফিচার, আপনার ফোনে এসেছে? জেনে নিন খুঁটিনাটি

OnePlus-এর সর্বশেষ ফোনটি Snapdragon 782G চিপসেট দিয়ে তৈরি, যা Adreno 642L GPU, ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ সাপোর্ট করে।

advertisement

OnePlus Nord CE 3 5G ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটিতে একটি ৫০-মেগাপিক্সেলের Sony IMX890 প্রাথমিক সেন্সর (EIS এবং OIS সমর্থন সহ), একটি ৮-মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২-মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট রয়েছে। সেলফির জন্য স্মার্টফোনটিতে একটি ১৬-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা EIS সমর্থন করে।

advertisement

৮০W ফাস্ট চার্জিং:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাওয়ারের জন্য, এই স্মার্টফোনটিতে একটি ৫০০০ mAh ব্যাটারি রয়েছে, যা ৮০W SuperVOOC চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, স্মার্টফোনটি একটি IR ব্লাস্টার এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে তৈরি। কানেকটিভিটির দিক থেকে স্মার্টফোনটি 5G, NFC এবং USB Type-C পোর্ট সাপোর্ট করে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus Phone: ২০০০ টাকা সস্তায় OnePlus-এর ১২ জিবি র‍্যামের স্মার্টফোন, কোন মডেল দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল