Fake Phone Charger: ফেক চার্জার ও অরিজিনাল চার্জার চেনার আসল উপায় জানেন? ভুল করলেই কিন্তু ফোন খারাপ!
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Fake Phone Charger: কেউ যদি ভুল করে ডুপ্লিকেট চার্জার ক্রয় করে ফেলেন, তাহলে তাঁদের ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে সেই স্মার্টফোনও দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
বর্তমানে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। স্মার্টফোন ছাড়া এখন এক মুহূর্তও চলা অসম্ভব। কারণ স্মার্টফোনের সাহায্যে অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ করা হয়। এই কারনে স্মার্টফোনে সবসময় চার্জ থাকা প্রয়োজন। স্মার্টফোনে চার্জ দেওয়ার জন্য একটি চার্জার, স্মার্টফোনের একটি অপরিহার্য অংশ।
advertisement
এটি ছাড়া ফোন ব্যবহার করা সম্ভব নয়। আজকাল অ্যাপলের মতো আরও অনেক কোম্পানি তাদের স্মার্টফোনের সঙ্গে চার্জার দিচ্ছে না। এমন অবস্থায় গ্রাহকদের একটি বড় প্রশ্ন এই যে, স্মার্টফোনের অরিজিনাল চার্জার কোথা থেকে ক্রয় করবেন তাঁরা। কারণ বর্তমান বাজারে বিভিন্ন ধরনের ফেক চার্জার রয়েছে। তাই এক নজরে দেখে নেওয়া যাক আসল এবং নকল চার্জার চেনার সঠিক উপায়।
advertisement
কেউ যদি ভুল করে ডুপ্লিকেট চার্জার ক্রয় করে ফেলেন, তাহলে তাঁদের ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে সেই স্মার্টফোনও দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে মোবাইল কোম্পানি সব সময় অরিজিনাল চার্জার ব্যবহার করার পরামর্শ দেয়। এই কারণে অরিজিনাল এবং ডুপ্লিকেট চার্জার সনাক্ত করার সঠিক উপায় সম্পর্কে জেনে রাখা উচিত।
advertisement
সস্তা চার্জারের ব্যবহার ব্যয়বহুল হতে পারে- এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, বাজারে অনেক কোম্পানির সস্তার অ্যান্ড্রয়েড ফাস্ট চার্জার আছে। কিন্তু, এই সব চার্জারই স্থানীয়। এমন অবস্থায় কেউ যদি নিজেদের স্মার্টফোনে এই চার্জারগুলি ব্যবহার করেন, তাহলে সেই স্মার্টফোনের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই কেউ যখন চার্জার ক্রয় করার পরিকল্পনা করেন, শুধুমাত্র অরিজিনাল চার্জারই ক্রয় করা উচিত।
advertisement
advertisement