উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে অন্যতম হল – এই গ্যাজেটে থাকতে চলেছে সম্পূর্ণ নতুন এক বাটন। যার নাম Quick Key। এটা অনেকটা Apple-এর 5 Pro এবং 16 মডেলের অ্যাকশন বাটনের মতো কাজ করবে।
Weibo পোস্টে OnePlus-এর সিইও প্রকাশ করেছেন OnePlus 13T-র ছবি। যেখানে স্পষ্ট ভাবে অ্যাকশন বাটনটি দেখা যাচ্ছে। এটা এখনও একটি অ্যালার্ট স্লাইডার হিসেবে কাজ করবে। সেই সঙ্গে সাউন্ড প্রোফাইল পরিবর্তন করার ক্ষমতা থাকবে। সেটির একটি নতুন ফিচারও থাকবে। যা আগামী দিনে ফার্মের তরফে প্রকাশ্যে আনা হবে।
advertisement
আরও পড়ুন: আর প্রয়োজন হবে না FASTag-এর? ১ মে থেকে লাগু নতুন নিয়ম, চালকদের কী কী বিষয় মাথায় রাখতে হবে?
কেন নতুন বাটনটি অনিবার্য হয়ে উঠল, সেই প্রসঙ্গে সম্প্রতি ব্যাখ্যা দিয়েছেন OnePlus-এর পিটি লাউ। তাঁর বক্তব্য, অ্যালার্ট স্লাইডার হল একটি হার্ডওয়্যার স্যুইচ। যার কার্যকারিতা তার ফিজিক্যাল পজিশনেই সীমাবদ্ধ। যার অর্থ হল, এটি রিপ্রোগ্রাম করা যাবে না অথবা এর সহজ-সরলতা না হারিয়ে এটিকে এক্সপ্যান্ড করা যাবে না।
OnePlus 13 Mini Bow:
এর ডিজাইনের প্রসঙ্গে বলা যেতে পারে যে, OnePlus সংস্থার চিনের হেড ল্যুইস জি বলেন, ব্র্যান্ড সমীক্ষায় এটা দেখা যাচ্ছে যে, ছোট স্ক্রিনের ফোন যাঁরা ব্যবহার করেন, তাঁরা ছোট আকৃতির ফোন ব্যবহার করতেই ভালবাসেন।
আরও পড়ুন: ৩ স্টার নাকি ৫ স্টার…! কোন AC কিনবেন? কোন এসিতে Bill কম আসবে? কেনার আগে জানুন ছোট্ট এই জিনিস
OnePlus 13T-এ থাকতে চলেছে একটি ৬.৩ ইঞ্চির ১.৫কে ফ্ল্যাট ১২০ হার্ৎজ OLED স্ক্রিন। সেই সঙ্গে এই ফোনের সমস্ত পাশেই থাকে আল্ট্রা-ন্যারো বেজেলস। এটি চালিত হবে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite চিপসেট দ্বারা। যা ফ্ল্যাগশিপ মডেলের মতোই সুযোগ-সুবিধা প্রদান করবে।
শুধু তা-ই নয়, এই ফোনে থাকবে ৬০০০ mAh ব্যাটারি। যা ৮০ ওয়াটের ফাস্ট ওয়্যায়ার্ড চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এর অর্থ হল, OnePlus 13-এর তুলনায় 13T-তেএ থাকতে পারে আরও শক্তিশালী ব্যাটারি।
আবার ক্যামেরার দিক থেকে OnePlus 13T-তে থাকতে পারে ড্যুয়াল ক্যামেরা সেটআপ। থাকবে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেল 2x টেলিফটো লেন্স। তবে ভারতে এই ফোন কবে বাজারে আসবে, তা এখনও স্পষ্ট নয়।