জানা যাচ্ছে, ৭ জানুয়ারি মেগা লঞ্চের পর প্রি-অর্ডার শুরু হতে পারে। জানুয়ারির মাঝামাঝি থেকে অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইন রিটেল স্টোরগুলিতে বিক্রি শুরু হবে।
আরও পড়ুন- আপনার মন পড়বে এবার রোবট! বিরাট আবিষ্কার, আর একাকিত্ব থাকবে না!
ফিচার এবং স্পেসিফিকেশন: একাধিক রিপোর্ট অনুযায়ী, OnePlus 13-এ 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ 6.82 ইঞ্চির ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। গেমারদের জন্য আদর্শ। ডিজাইন হবে আরও চোখ ধাঁধানো। থাকবে পাতলা বেজেল। ডিসপ্লে QHD+ রেজোলিউশন সাপোর্ট করতে বলে শোনা যাচ্ছে। সুরক্ষার জন্য থাকছে Gorilla Glass Victus 2।
advertisement
ডিভাইসে থাকতে পারে কোয়ালকমের লেটেস্ট Snapdragon 8 Gen 3 চিপসেট। নিখুঁত পারফর্ম্যান্স দেবে। OnePlus-এর উন্নত ক্যামেরা সর্বজনবিদিত। OnePlus 13-ও এর ব্যতিক্রম নয়।
এই মডেলে Hasselblad-এর সঙ্গে যৌথভাবে তৈরি ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে পারে। দেওয়া হতে পারে ৫০ মেগাপিক্সেলের LYT-808 সেন্সর, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। এর সঙ্গে থাকতে পারে টেলিফটো এবং আল্ট্রাওয়াইড লেন্স, দুটোতেই ৫০ মেগাপিক্সেলের সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে। সামনে থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
আরও পড়ুন- ধামাকা ডিসকাউন্ট iPhone 15-এ! ১ লক্ষ টাকারও কমে পেয়ে যাবেন, দুর্দান্ত সুযোগ
OnePlus 13-এ 6000mAh-এর ব্যাটারি থাকবে। এটা কোম্পানিই জানিয়ে দিয়েছে। যা 100W ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের গুজব রয়েছে, যা ইউজারদের ইয়ারবাডের মতো অ্যাক্সেসরিজ চার্জ করার সুযোগ দেবে।