ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে বিপ্লব হতে পারে। লঞ্চ হয়েছে Odysse Sun Electric Scooter। শহুরে রাইডারদের কথা মাথায় রেখে তৈরি এই হাই-স্পিড ই-স্কুটার একবার চার্জে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। স্কুটারের দাম শুরু ৮১,০০০ টাকা (এক্স-শোরুম) থেকে।
অর্থাৎ খুব কম খরচে চার্জ দিয়ে আপনি চলে যেতে পারেন দিঘা। Odysse Sun স্কুটি আপনি দুটি ব্যাটারি প্যাকে পাবেন। একটি 1.95 kWh ব্যাটারি প্যাক, দাম ৮১,০০০ টাকা (এক্স-শোরুম)। আরেকটি 2.9 kWh ব্যাটারি প্যাক। দাম ৯১,০০০ টাকা (এক্স-শোরুম)। এই ব্যাটারি ভ্যারিয়েন্ট একবার চার্জ দিলে ১৩০ কিমি রাস্তা যাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন- AC তাড়াতাড়ি খারাপ হয় কেন? তিনটে বড় কারণ, এরকম ভুল করলেই খরচের শেষ থাকবে না
অনেকেই অভিযোগ করেন, ই-স্কুটারের সর্বোচ্চ গতি খুব বেশি হয় না। ফলে গন্তব্যে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যায়। এই স্কুটি কিনলে আপনাদের সেই অভিযোগও হয়তো থাকবে না! কারণ এই স্কুটি ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।
প্লাস-সাইজ এরগনোমিক ডিজাইন হওয়ায় এই স্কটুি নিয়ে লং রাইডে অসুবিধা হবে না। বসার জায়গা চওড়া, স্পোর্টি লুক এই স্কুটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
চারটি আকর্ষণীয় রঙে এই স্কুটি পাবেন— প্যাটিনা গ্রিন, গানমেন্টাল গ্রে, ফ্যান্টম ব্ল্যাক, আইস ব্লু। এলইডি লাইটিং, এভিয়েশন-গ্রেড সিট, ৩২ লিটার আন্ডার-সিট স্টোরেজ, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, হাইড্রোলিক মাল্টি-লেভেল অ্যাডজাস্টেবল রিয়ার শক অ্যাবজর্বার, ডিস্ক ব্রেক, চাবি ছাড়া স্টার্ট-স্টপ সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডাবল ফ্ল্যাশ রিভার্স লাইট, তিনটি রাইডিং মোড এই স্কুটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।