TRENDING:

Uber: এবার পিছনের আসনের যাত্রীকেও পরতে হবে সিটবেল্ট! ক্যাবে উঠলেই মিলবে রিমাইন্ডার!

Last Updated:

Uber মঙ্গলবার 'অডিও সিটবেল্ট রিমাইন্ডার' চালু করেছে। এটি একটি নতুন প্রযুক্তি-নির্ভর সুরক্ষা ফিচার। আপাতত শুধু হায়দরাবাদেই মিলবে এর সুবিধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাড়ি চড়লে সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক। চালক-সহ সামনের আরোহী তো বটেই। পিছনের যাত্রীদের জন্যও এই নিয়ম চালু করেছে সরকার। কিন্তু নিয়মই সার। বেশিরভাগ দুর্ঘটনার ক্ষেত্রেই দেখা যায় যাত্রীর গাফিলতিতেই হয়ে যায় বড় ক্ষতি। গত কয়েক বছরে একের পর এক বিখ্যাত মানুষের দুর্ঘটনায় মৃত্যুও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারেনি।
অডিও সিটবেল্ট রিমাইন্ডার
অডিও সিটবেল্ট রিমাইন্ডার
advertisement

এবার রাইড-হেইলিং প্ল্যাটফর্ম Uber মঙ্গলবার 'অডিও সিটবেল্ট রিমাইন্ডার' চালু করেছে। এটি একটি নতুন প্রযুক্তি-নির্ভর সুরক্ষা ফিচার। আপাতত শুধু হায়দরাবাদেই মিলবে এর সুবিধা। মূলত রাইডারদের সিট বেল্ট পরতে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে৷

আরও পড়ুন: পাশ থেকে দেখা যায়, অথচ সামনে থেকে নয়! চম্বল রিভার ফ্রন্টের ‘মিস্টার ইন্ডিয়া’ তাক লাগাচ্ছে!

advertisement

দেশের শীর্ষস্থানীয় ক্যাব কোম্পানি Uber তাদের ক্যাব বুক করা রাইডারদের জন্য এই নতুন ফিচার নিয়ে এসেছে। মঙ্গলবার থেকেই হায়দরাবাদে এই বিশেষ টেক-ফিচার চালু করেছে সংস্থাটি।

জানা গিয়েছে, এটি একটি নতুন প্রযুক্তি-নির্ভর সুরক্ষা ফিচার 'অডিও সিটবেল্ট রিমাইন্ডার'। রাইডাররা ক্যাবে উঠে যাতে সিট বেল্ট বেঁধে নেন, তা নিশ্চিত করতে পারবে এই ফিচার। সংস্থার তরফে দাবি করা হয়েছে, তারা আগামী দিনে তাঁরা ভারতের অন্য শহরেও এই ফিচারটি চালু করে দেবে, তেমনই পরিকল্পনা রয়েছে।

advertisement

আরও পড়ুন: নিউইয়র্ক মডেল অডিটোরিয়াম এখন বিহারে! বিশেষত্ব জানলে চমকে যাবেন

Uber ইন্ডিয়ার হেড অফ সেফটি সুরজ নায়ার বলেন, ‘আমরা হায়দরাবাদে অডিও সিটবেল্ট রিমাইন্ডার ফিচার চালু করতে পেরে আনন্দিত। আমরা বিশ্বাস করি যে এই নতুন ফিচারটি রাইডারদের সিট বেল্ট পরতে উৎসাহিত করার ক্ষেত্রে একটি কার্যকর উপায় হয়ে দাঁড়াবে। আশা করি এই প্রযুক্তি হায়দরাবাদের সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

শুধু তাই নয়, এধরনের ক্ষেত্রে 'অডিও সিটবেল্ট রিমাইন্ডার' প্রথমবার ব্যবহার করা হচ্ছে। এই ফিচার পিছনের আসনে বসা যাত্রীদের দুর্ঘটনাজনিত আঘাত কমিয়ে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে চালু করা হয়েছে। একজন রাইডার একটি Uber ভাড়া করে গাড়িতে ওঠার পরেই, চালকের ফোন একটি অডিও রিমাইন্ডার দিতে থাকবে। যাতে যাত্রীদের বলা হবে, ‘আপনার নিরাপত্তার জন্য অনুগ্রহ করে পিছনের সিট বেল্ট ব্যবহার করুন।’

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Uber: এবার পিছনের আসনের যাত্রীকেও পরতে হবে সিটবেল্ট! ক্যাবে উঠলেই মিলবে রিমাইন্ডার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল