Nothing Phone 1 এর সম্ভাব্য ফিচার -
টিপস্টারের লিকড পোস্ট অনুযায়ী Nothing Phone 1-এ ব্যবহার করা হয়েছে মিড রেঞ্জ ডিভাইস। Nothing Phone 1 কোনও ফ্ল্যাগশিপ ফোন নয়। Nothing Phone 1-এ রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। Nothing Phone 1 ফোনে রয়েছে ৯০এইচজেড অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও Nothing Phone 1 ফোনে রয়েছে এইচডিআর১০ প্লাস সাপোর্ট। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই নতুন ফোন Nothing Phone 1-এ ব্যবহার করতে পারে স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট। এছাড়াও জানা গিয়েছে যে Nothing Phone 1-এ থাকতে পারে ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এটি আরও বাড়ানো যেতে পারে, আবার সেই অপশন নাও থাকতে পারে।
advertisement
আরও পড়ুন: ৫ বছর ধরে তিন প্রেমিকার সঙ্গে সঙ্গম, সহবাস! রয়েছে সন্তানও ! জানাজানি হতেই যা হল
টিপস্টারের লিকড পোস্ট অনুযায়ী Nothing Phone 1-এ ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Nothing Phone 1-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। Nothing Phone 1-এ রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এছাড়াও Nothing Phone 1-এ রয়েছে ২ মেগাপিক্সেলের সেন্সর। Nothing Phone 1-এর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের শ্যুটার। Nothing Phone 1 এ রয়েছে ৪৫০০এমএএইচ ব্যাটারি। কিন্তু, মনে করা হচ্ছে Nothing Phone 1-এ সাপোর্ট করবে ওয়্যারলেস চার্জ। Nothing Phone 1-এ রয়েছে নাথিংওএস প্ল্যাটফর্ম। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। মনে করা হচ্ছে ভারতে Nothing Phone 1-এর দাম হতে পারে ২২,০০০ টাকা থেকে ২৮,০০০ টাকার মধ্যে। কিন্তু কোম্পানির তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।