TRENDING:

Nothing Phone 1 কিনতে চান? কেনার কারণ পাঁচটা, তবে না কেনার দুটি কারণও ফেলনা নয়!

Last Updated:

Nothing Phone 1: একনজরে দেখে নেওয়া যাক এই ফোন কেনার পাঁচটি এবং না কেনার দু'টি কারণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#Nothing Phone 1: Nothing Phone 1 ভারতে লঞ্চ হতে চলেছে এবং এর দাম শুরু হচ্ছে ৩২,৯৯৯ টাকা থেকে। জনপ্রিয় ই-কমার্স অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে পাওয়া যাবে এই ফোন।
advertisement

প্রি-অর্ডার করলে এই ফোন পাওয়া যাবে ৩০,০০০ টাকার কমে। জুলাইয়ের ২১ তারিখ থেকে শুরু হচ্ছে এই ফোনের সেল। একনজরে দেখে নেওয়া যাক এই ফোন কেনার পাঁচটি কারণ এবং এই ফোন না কেনা দু'টি কারণ।

Nothing Phone 1 কেনার পাঁচটি কারণ -

- এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার হল এর ইউনিক সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন। এই ফোনে ব্যবহার করা হয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ; এই ফোনের ডিভাইস হল ফ্ল্যাট সাইড এবং রাউন্ডেড কর্নারের।

advertisement

আরও পড়ুন- অ্যামাজন প্রাইম ডে ২০২২-এর ধামাকা সেল! একের পর এক স্মার্ট ফোনে সেরা অফার

এর ফলে এই ফোনের ডিজাইন অনেকটাই আইফোনের মতো। এই ফোনের ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে স্পেসিফিক লাইট প্যাটার্ন। ইউজাররা চাইলে এর মধ্যে সাউন্ড এফেক্টও অ্যাড করতে পারবে। এছাড়াও এই ফোনে রয়েছে স্টিরিও স্পিকার এবং হেডফোন জ্যাক। এর ফলে ইউজারদের খুবই সুবিধা হবে।

advertisement

- এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্লাস চিপ। এছাড়াও এই ফোনে রয়েছে ডিফল্ট গ্রাফিক্স সেটিং। সুতরাং এই ফোন খুবই ভালো পারফর্ম্যান্স দেবে।

- এই ফোনে রয়েছে ক্লিন এবং সিম্পল ইন্টারফেস। এই ফোনে কোন ব্লটওয়ার নেই। সুতরাং ইউজাররা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ থেকে মুক্তি পাবে। এই ফোনে রয়েছে নাথিং অপারেটিং সিস্টেম যা অ্যান্ড্রয়েড ১২ যুক্ত।

advertisement

কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই ফোনে পাওয়া যাবে তিন বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট। যা কম দামের ফোনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

- নাথিং ফোনে রয়েছে আইপি৫৩ রেটিং। এই ফোনে জলের ক্ষেত্রে কোনও সুরক্ষা দেওয়া হয়নি। কিন্তু আইপি৫৩ মানে হল তা জল এবং বৃষ্টি থেকে ফোনকে রক্ষা করতে সাহায্য করবে।

advertisement

- নাথিং ফোনে রয়েছে ভালো ক্যামেরা। কারণ এই ফোনের ক্যামেরাতে রয়েছে বিভিন্ন ধরনের অপশন। এর ফলে উন্নত মানের ফটো তোলা সম্ভব হবে। অবশ্য আগামী দিনে এই ফোন লঞ্চ হওয়ার পরেই সঠিক বোঝা যাবে এই ফোনের ক্যামেরার কোয়ালিটি কেমন।

Nothing Phone 1 ফোন না কেনার দুটি কারণ -

- স্যামসাং কয়েকদিন আগেই মিড রেঞ্জ ফোনের ক্ষেত্রে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। নাথিং ফোন শুরুতেই তা চালু করে দিয়েছে। ফলে এই ফোনের রিটেল বক্সে কোনও চার্জার পাওয়া যাবে না।

গ্রাহকদের অতিরিক্ত টাকা দিয়ে সেটি কিনতে হবে। এই ফোনের ডিভাইসে সাপোর্ট করে ওয়ারলেস চার্জিং। যা ১৫ ডব্লু চার্জ যুক্ত। কিন্তু অন্যান্য ব্র্যান্ড একই দামে ৮০ ডব্লু ফাস্ট চার্জ অফার করছে। কারণ বর্তমানে কেউই ১৫ ডব্লু ওয়ারলেস চার্জার ব্যবহার ক রেনা। এর ফলে এই ফোনে খুবই ধীরে চার্জ হবে।

- Nothing Phone 1-এ আলাদা ধরনের ডিজাইন ব্যবহার করা হলেও ইউজারদের ক্ষেত্রে তা সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ এই ফোনের ডিভাইস একটু ভারি ধরনের। এর ফলে এই ফোন ইউজারদের ক্ষেত্রে এক হাতে ব্যবহার করা অসুবিধা হবে।

আরও পড়ুন- ঠিকঠাক আছে না বদলাতে হবে? এক নজরে দেখে নিন ফোনের ব্যাটারি চেক করার উপায়

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এছাড়া এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব বেশি ফাস্ট নয়, এর ফলে দু'-তিনবারের চেষ্টায় তবেই এই ফোন আনলক করা সম্ভব হবে বলে মনে করছেন অনেকে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Nothing Phone 1 কিনতে চান? কেনার কারণ পাঁচটা, তবে না কেনার দুটি কারণও ফেলনা নয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল