TRENDING:

ফের ভারতের বাজার কাঁপাতে আসছে Nokia, আসছে নতুন স্মার্টফোন

Last Updated:

Nokia X30 5G: আবার কি ভারতের বাজারে রাজত্ব করবে Nokia!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জনপ্রিয় মোবাইল কোম্পানি Nokia-র একটি নতুন ফোন ভারতে লঞ্চ করা হতে চলেছে। জানা গিয়েছে যে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে ইকো ফ্রেন্ডলি ফোন Nokia X30 5G।
advertisement

এইচএমডি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট সনমিত কোচর সম্প্রতি ট্যুইটারে এই তথ্য জানিয়েছেন। কিন্তু, তিনি ফোনটির সঠিক লঞ্চের তারিখ সম্পর্কে কিছু জানাননি। তিনি তাঁর ট্যুইটে এএনআই-এর একটি খবরের উল্লেখ করেছেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্যাকেট হাইলাইট করা হয়েছিল, যা তিনি বুধবার রাজ্যসভায় উপস্থিত হওয়ার সময় পরেছিলেন। বলা হচ্ছে, রিসাইকেল করা প্লাস্টিকের বোতল থেকে তৈরি হয়েছে প্রধানমন্ত্রী মোদির জ্যাকেট।

advertisement

Nokia X30 একটি ইকো ফ্রেন্ডলি ফোন এবং এটিও রিসাইকেল করা উপাদান থেকে তৈরি বলে জানা যাচ্ছে। এইচএমডি গ্লোবালের ভাইস প্রেসিডেন্টের মতে, Nokia X30 5G ফোনটি ১০০ শতাংশ পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম এবং ৬৫ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে তৈরি। কোচর তাঁর টুইটে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক Nokia X30 5G ফোনের সমস্ত খুঁটিনাটি।

advertisement

আরও পড়ুন- মোবাইল চার্জ করতে আর বিদ্যুৎ লাগবে না! এই চার্জার একবার ব্যবহার করে দেখুন

পুনর্ব্যবহৃত উপকরণের ব্যবহার -

এইচএমডি গ্লোবাল ছাড়াও অ্যাপল, স্যামসাং এবং গুগলের মতো সংস্থাগুলিও রয়েছে যারা তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলিতে কার্বন ফুটমার্ক হ্রাস করে পরিবেশের উন্নতি করতে পুনর্ব্যবহৃত সামগ্রী ব্যবহার করে। এমন পরিস্থিতিতে, Nokia X30 5G ফোন সম্পর্কে মানুষকে উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী মোদির জ্যাকেট নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

advertisement

পুনর্ব্যবহৃত কাগজ থেকে তৈরি বাক্স -

Nokia X30 5G ফোনটি গত বছরের সেপ্টেম্বরে বার্লিনে IFA 2022-এর সময় লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময়, এইচএমডি গ্লোবাল জানায় যে, Nokia X30 5G শুধুমাত্র ১০০ শতাংশ পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম থেকে তৈরি নয়, এর বাক্সটিও ৯৪ শতাংশ পুনর্ব্যবহৃত কাগজ দিয়ে তৈরি, যা ফরেস্ট স্টুয়ার্ডশিপ কাউন্সিল থেকে শংসাপত্র পেয়েছে।

advertisement

এইচএমডি জানিয়েছে যে, Nokia X30 5G তিন বছরের ওএস আপগ্রেড এবং মাসিক নিরাপত্তা আপডেট সাপোর্ট করবে, পাশাপাশি এর ওয়ারেন্টি ৩ বছরের জন্য ভ্যালিড থাকবে।

Nokia X30 5G-এর ফিচার -

Nokia X30 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি OLED ডিসপ্লে এবং ৯০Hz রিফ্রেশ রেট। এটি ৬জিবি ও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্টে পাওয়া যাবে। এটি একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দিয়ে সজ্জিত।

আরও পড়ুন- পাঁচ পয়সারও কম খরচে যাবেন এক কিলোমিটার! এই দেশি eBike পকেট বাঁচাবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ফোনের পিছনের প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফের ভারতের বাজার কাঁপাতে আসছে Nokia, আসছে নতুন স্মার্টফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল