হোম /খবর /প্রযুক্তি /
পাঁচ পয়সারও কম খরচে যাবেন এক কিলোমিটার! এই দেশি eBike পকেট বাঁচাবে

পাঁচ পয়সারও কম খরচে যাবেন এক কিলোমিটার! এই দেশি eBike পকেট বাঁচাবে

eBikeGo: একদিনের পেট্রোলের খরচে হয়তো চলে যাবে সারা মাস! এই ই-বাইক টাকা বাঁচাবে।

  • Share this:

নয়াদিল্লি: ভারতে বর্তমানে ব্যাটারিচালিত গাড়ি কিংবা টু-হুইলারের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটারিচালিত বাইসাইকেলের চাহিদাও বেড়ে চলেছে। প্রতিদিন কম দূরত্বের যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক সাইকেল।

সেই কারণে ইতিমধ্যেই ভারতের বাজারে ভিড় জমিয়েছে বিভিন্ন ই-সাইকেল নির্মাণকারী সংস্থা। সম্প্রতি এই সেগমেন্টে প্রবেশ করেছে ভারতীয় সংস্থা eBikeGo।

ভারতের বাজারের জন্য তারা লঞ্চ করেছে Transil e1 নামের একটি ইলেকট্রিক বাই-সাইকেল। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।

আরও পড়ুন- এবার গ্রুপে পিন করে রাখা যাবে গুরুত্বপূর্ণ বার্তা! নতুন ফিচার আসবে Whatsapp-এ

ভারতীয় সংস্থা eBikeGo-এর তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের লক্ষ্যই হল পরিবেশবান্ধব, আধুনিক এবং উপযুক্ত কনজিউমার প্রোডাক্ট তৈরি করা।

নতুন বৈদ্যুতিক বাইসাইকেলটি সেই লক্ষ্য পূরণেই লঞ্চ করা হয়েছে। জানা গিয়েছে যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই Transil e1-এর প্রি-বুকিং শুরু করা হবে। এর দাম নির্ধারিত হয়েছে ৪৪,৯৯৯ টাকা। ভারতের বাজারে তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই ইলেকট্রিক বাই-সাইকেল।

ভারতীয় সংস্থা eBikeGo জানিয়েছে যে, Transil-কে সঙ্গে নিয়ে মোবিলিটির ক্ষেত্রে তারা পরিবেশবান্ধব ব্যবস্থাপনা তৈরি করতে চলেছে। নতুন ই-বাইসাইকেলটি প্রধানত স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য খুবই উপযুক্ত।

ইউনিসেক্স স্টিল ফ্রেমের উপর তৈরি সেই মডেলটিতে রয়েছে সিঙ্গল স্পিড ট্রান্সমিশন। এছাড়াও ভাল পারফরমেন্সের দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সহ লিথিয়াম আয়ন ব্যাটারি।

ভারতীয় সংস্থা eBikeGo এর তরফে দাবি করা হয়েছে যে, সাইকেলটির রক্ষণাবেক্ষণের খরচ নিতান্তই কম। যে সকল ব্যক্তির প্রতিদিন ৪০ কিমির কম দূরত্ব যাতায়াত করার প্রয়োজন হয় তাঁদের জন্য এটি উপযুক্ত।

আরও পড়ুন- জোর ঝটকা খেল গুগল, বার্ড-এর বিজ্ঞাপনে ভুল তথ্য! রাতারাতি ১০০ বিলিয়ন ডলার সাফ

এর চলাচলের খরচ কিলোমিটার প্রতি মাত্র ৫ পয়সার থেকেও কম। এমনকী স্পিড লিমিটেশন ফাংশন সহ এতে ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচারও দেওয়া হয়েছে।

Transil e1 ই-সাইকেলটিতে ২৫০ ওয়াটের বিএলডিসি মোটর এবং ৩৬ ভোল্ট, ৫.২ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক রয়েছে। এছাড়াও টেম্পারেচার মনিটরিং ও কন্ট্রোল, ওভার কারেন্ট প্রোটেকশন, চার্জ কন্ট্রোল সহ সাইন ওয়েভ মোটর কন্ট্রোলার সংযুক্ত করা হয়েছে এই ইলেকট্রিক সাইকেলটিতে।

এটিকে চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত চার্জারে অটো কাট-অফ ফাংশন ব্যবহার করা হয়েছে। এছাড়াও অন বোর্ড চার্জিং ও পোর্টেবল ব্যাটারি ডেস্ক চার্জিং এই দুই ধরনের ফিচার উপলব্ধ রয়েছে।

রাইডারের সুবিধার্থে একটি এলইডি স্মার্ট ডিসপ্লে লাগানো রয়েছে এই ই-সাইকেলে। ব্যাটারির দৌলতে ফুল চার্জে প্রায় ২০ থেকে ৪০ কিমি পর্যন্ত এই ই-সাইকেল ছুটতে সক্ষম বলে নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গিয়েছে যে, eBikeGo-এর এই ব্যাটারিচালিত সাইকেলটি মাত্র দুই থেকে আড়াই ঘণ্টায় পুরোপুরি ভাবে চার্জ করা সম্ভব। যার জন্য মাত্র ০.১৮ ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হয়।

এতে পাওয়ার মোডের সঙ্গে প্যাডেল অ্যাসিস্ট যুক্ত রয়েছে এবং অপশনাল হিসেবে ক্রুজ কন্ট্রোল মোড সহ ওয়াক মোড এবং থ্রোটেল মোড (অপশনাল) দেওয়া হয়েছে। সামনে ও পিছনে উভয় দিকেই ২৭.৫ ইঞ্চির চাকা লাগানো রয়েছে। তাছাড়াও উভয় চাকাতেই ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে।

Published by:Suman Majumder
First published:

Tags: E-bike, Electric Vehicle