নতুন এই Motorola Edge ফোনটি Snapdragon Gen চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে একটি ড্যুয়াল ক্যামেরা সিস্টেম। সেই সঙ্গে এতে থাকে Android 15 ভার্সন। যা এআই ফিচার আউট অফ দ্য বক্সকে সাপোর্ট করে।
আরও পড়ুন: আর প্রয়োজন হবে না FASTag-এর? ১ মে থেকে লাগু নতুন নিয়ম, চালকদের কী কী বিষয় মাথায় রাখতে হবে?
advertisement
ভারতে Motorola Edge 60 Stylus-এর দাম:
ভারতে Motorola Edge 60 Stylus-এর দাম শুরু হচ্ছে ২২৯৯৯ টাকা থেকে। এতে মিলবে 8GB + 256GB ভ্যারিয়েন্ট। আগামী ২৩ এপ্রিল, ২০২৫ তারিখ থেকে ভারতে এই ফোন বিক্রি শুরু করবে Motorola। এই ডিভাইসে আসবে তিনটি আলাদা কালার অপশন।
ভারতে Motorola Edge 60 Stylus-এর স্পেসিফিকেশন:
ভারতে Motorola Edge 60 Stylus-এ রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট-সহ একটি ৬.৬৭ ইঞ্চির pOLED ডিসপ্লে। সেই সঙ্গে থাকবে ১৪০০ নিটস পিক ব্রাইটনেস। আর তা সাপোর্ট করবে অ্যাকোয়া টাচ পয়েন্ট। এই ফোনে রয়েছে আইপি৬৮ রেটিং এবং Edge 60 Fusion-এর মতো MIL-810-STD ডিউরেবিলিটি প্রোটেকশন। আর নতুন এই ফোনে থাকা স্টাইলাসের মাধ্যমে লিখতে কিংবা আঁকতে পারবেন ব্যবহারকারী। তবে আঁকার জন্য প্রি-লোডেড Moto অ্যাপ এবং স্কেচের মতো টুল ব্যবহার করা যাবে। এগুলি Moto AI দ্বারা চালিত।
আরও পড়ুন: ৩ স্টার নাকি ৫ স্টার…! কোন AC কিনবেন? কোন এসিতে Bill কম আসবে? কেনার আগে জানুন ছোট্ট এই জিনিস
এই ডিভাইসটি Snapdragon 7s Gen 2 চিপসেট দ্বারা চালিত। এর পাশাপাশি এতে থাকবে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ। যেটি অবশ্যই এক্সপ্যান্ডেবল। এই ফোনে Motorola দিচ্ছে Android 15 আউট অফ দ্য বক্স। সেই সঙ্গে সংস্থার প্রতিশ্রুতি, এই ডিভাইসের জন্য তিন বছরের সিকিউরিটি প্যাচ-সহ ২টি OS আপগ্রেড দিচ্ছে।
আর ক্যামেরার কথা বলতে গেলে Motorola-র এই নতুন ফোনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সেই সঙ্গে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। আর সেলফি তোলার জন্য এই ফোনের সামনের দিকে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের একটি শ্যুটার। Edge 60 Stylus-এ রয়েছে ৫০০০mAh একটি ব্যাটারি রয়েছে। যা ৬৮ ওয়াটের ফাস্ট ওয়্যায়ার্ড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।