কেন ফোন দু’টির ফিচার প্রায় এক হলেও দামের ফারাক, কী বিশেষত্ব রয়েছে নতুন ফোনটির, দেখে নেওয়া যাক এক নজরে—
ডিজাইন:
Samsung Galaxy M14 5G-তে রয়েছে ৯০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৬-ইঞ্চি FHD+ Infinity-V LCD স্ক্রিন। Galaxy M13 5G-এর ক্ষেত্রেও ৯০Hz রিফ্রেশ রেট পাওয়া যায়। কিন্তু এর স্ক্রিন সামান্য ছোট, ৬.৫-ইঞ্চি HD+ Infinity-V LCD।
advertisement
আরও পড়ুনঃ নতুন ফোন কিনে পুরনো বলে সন্দেহ হচ্ছে? ৫ মিনিটে চেক করে নিন এই উপায়ে
পারফরম্যান্স:
Samsung Galaxy M14 5G-তে রয়েছে Mali-G68 MP2 GPU-সহ অক্টা-কোর এক্সিনোস 1330 5Nm প্রসেসর। অন্যদিকে Galaxy M13 5G-তে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 700 7nm প্রসেসর, সঙ্গে Mali-G57 MC2 GPU।
Galaxy M14 5G মডেলটি পাওয়া যাবে ৪ জিবি বা ৬ জিবি LPDDR4x RAM এবং ১২৮জিবি Store-এজ-সহ। এরপর মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১ টিবি পর্যন্ত তা বাড়ানো যেতে পারে।
ক্যামেরা:
Galaxy M13 এবং M14— উভয় ফোনের পিছনেই রয়েছে f/1.8 অ্যাপারচার এবং LED ফ্ল্যাশ-সহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
তবে Galaxy M14 5G-তে f/2.4 অ্যাপারচার-সহ একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। সামনে রয়েছে f/2.0 অ্যাপারচার-সহ একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
কিন্তু Galaxy M13 5G –তে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুনঃ আন্ড্রয়েডে বিপদ! ৬০টি অ্যাপে রয়েছে ভয়ানক ম্যালওয়্যার, জেনে নিন বিস্তারিত
ব্যাটারি:
Samsung Galaxy M14 5G মডেলটিতে দেওয়া হয়েছে ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি বৃহৎ ৬০০০mAh ব্যাটারি।
কিন্তু Galaxy M13 5G-র ক্ষেত্রে পাওয়া যায় ১৫W ফাস্ট চার্জিং-সহ ৫০০০mAh ব্যাটারি। এটিই সব থেকে বড় ফারাক।
এছাড়া, দু’টি ফোনেই রয়েছে 5G কানেক্টিভিটি, ডুয়াল 4G VoLTE সিম সাপোর্ট।
দাম:
Samsung Galaxy M14 5G -এর প্রাথমিক মূল্য ১৩.৪৯০ টাকা। কিন্তু লঞ্চের সময় Galaxy M13 5G-এর প্রাথমিক মূল্য ছিল ১১,৯৯৯।
নতুন ফোনটিতে বড় ব্যাটারি এবং বেশি চার্জিং সাপোর্টের পাশাপাশি প্রসেসরেও পার্থক্য রয়েছে, ফলে দামও বেশি।