গুগল অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য স্পাম কল বন্ধ করার জন্য দু'টি ফিচার নিয়ে এসেছে। এই দু'টি ফিচার হল কলার আইডি এবং স্প্যাম প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ফোনের ইউজাররা এই দু'টি ফিচার নিজেদের স্মার্টফোনের টার্ন অন করে রাখলেই স্প্যাম কল থেকে চিরতরে মুক্তি পাবে। গুগলের এই দুটি ফিচার ডিফল্ট হিসাবে স্মার্টফোনে সেভ করে রাখলে যে কোনও সময় সেটি টার্ন অন করা যাবে, আবার টার্ন অফ করা যাবে।
advertisement
আরও পড়ুন: মাইক্রোসফট ওয়ার্ডের এই ৫ ট্রিক আসান করে দেবে লেখালিখি
নির্দিষ্ট কয়েকটি উপায়ের মাধ্যমে এই ফিচার চালু করা যাবে নিজেদের ফোনে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়-
স্টেপ ১ - প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ওপেন করতে হবে ফোন অ্যাপ।
স্টেপ ২ - এরপর ক্লিক করতে হবে মোর অপশনে।
স্টেপ ৩ - এরপর ক্লিক করতে হবে সেটিং বাটনে।
স্টেপ ৪ - এরপর ক্লিক করতে হবে স্প্যাম এবং কল স্ক্রিন অপশনে।
স্টেপ ৫ - এরপর টার্ন অন করতে হবে সি-কলার এবং স্প্যাম আইডি অপশনে। এক্ষেত্রে যদি সেটি টার্ন অফ করা থাকে তাহলে সেটি টার্ন অন করতে হবে।
উপরের অপশন যদি কারও অ্যান্ড্রয়েড ফোনে কাজ না করে, তাহলে অন্য উপায়ের মাধ্যমেও অ্যান্ড্রয়েড ফোনে স্প্যাম কল ব্লক করা যায়। এক্ষেত্রে সেটি ম্যানুয়ালি করতে হবে।
আরও পড়ুন: ১৩টি নতুন মোবাইল প্ল্যানে বিনামূল্যে অ্যামাজন প্রাইম! দেখুন অসাধারণ এই অফার
নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস ম্যানুয়ালি পরিবর্তন করে স্প্যাম কল ব্লক করা যায়। এবার দেখে নেওয়া যাক সেই উপায়-
স্টেপ ১ - প্রথমেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের ফোন অ্যাপ ওপেন করতে হবে।
স্টেপ ২ - এরপর ক্লিক করতে হবে রিসেন্ট ট্যাব অপশনে, যেটা নিচে রয়েছে।
স্টেপ ৩ - এরপর ক্লিক করতে হবে সেই কলে, যেই স্প্যাম কল আমরা ব্লক করতে চাই।
স্টেপ ৪ - এরপর ক্লিক করতে হবে ব্লক অপশনে এবং সেই স্প্যাম কল ব্লক হয়ে যাবে।