তেমনই একটি বড় নাম স্যামসাং (Samsung)। অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ওই সংস্থা আপাতত লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন গ্যালাক্সি ২২ সিরিজের একাধিক ফোন।
স্যামসাং এস সিরিজের পরিচিত তার নিজস্ব এক্সিনোস চিপসেটের জন্য। সেই ট্রেডিশন ভেঙে এস সিরিজে আসতে চলেছে গ্যালাক্সি এস ২২ (Galaxy S22), যেখানে ব্যবহার করা হচ্ছে Qualcomm চিপ, স্ন্যাপড্রাগন ৮ জেন ১। স্যামসাংয়ের তিনটি ফোন এই সিরিজে পাওয়া যাবে— ভ্যানিলা গ্যালাক্সি এস ২২, গ্যালাক্সি ২২+ এবং এস ২২ আলট্রা।
advertisement
কোনটার কেমন দাম?
গ্যালাক্সি এস ২২ ফোনের দাম শুরু হচ্ছে ৭২,৯৯৯ টাকা থেকে।
গ্যালাক্সি এস ২২+ মোবাইল ফোনের দাম ধার্য করা হয়েছে ভারতীয় মুদ্রায় ৮৪,৯৯৯ টাকা এবং গ্যালাক্সি এস ২২ আল্ট্রার দাম ১ লাখ ৯ হাজার টাকা। ফোনের সঙ্গে থাকছে স্যামসাংয়ের নিজস্ব এস-পেন।
আরও পড়ুন - ব্যাঙ্ক থেকে হঠাৎ গায়েব টাকা! কোন কোন কৌশলে হতে পারে প্রতারণা, সতর্ক থাকবেন কীভাবে ?
কোথায় পাওয়া যাবে?
নেক্সট জেনারেশনের এই ফোনগুলির বিক্রি এখনও শুরু হয়নি খোলা বাজারে। খুব শীঘ্রই তা হবে বলে মনে করা হচ্ছে। তবে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন - বিশ্বের শক্তিশালী এই প্রসেসর-সহ সেরা স্মার্টফোনগুলি, দেখে নিন এক নজরে
তবে শুধু স্যামসাং তো নয়। নতুন প্রজন্মের ফোন নিয়ে হাজির হয়েছে আরও অনেক মোবাইল নির্মাণকারী সংস্থাই। দেখে নেওয়া যাক—
iQoo 9 সিরিজ
iQOO তাদের নতুন পারফর্মেন্স ভিত্তিক ফোন iQOO 9 Series লঞ্চ করেছে. iQOO 9 প্রো-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রযুক্তি। ১২০W দ্রুত চার্জিং এবং বড় ২K কার্ভড থ্রিডি স্ক্রিন এর বৈশিষ্ট। দু’টি রঙের দু’ধরনের ফোন পাওয়া যাবে। ৮GB স্টোরেজ-সহ ফোনের দাম পড়বে ৬৪,৯৯০ এবং ১২GB স্টোরেজ-সহ ফোনের দাম পড়বে ৬৯,৯৯০ টাকা।
মোটোরোলা এজ ৩০ প্রো (Motorola Edge 30 Pro)
মোটোরোলাও তাদের নতুন এজ ৩০ প্রো লঞ্চ করছে ভারতে। স্ন্যাপড্রাগন প্রযুক্তি-সহ এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি OLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮GB RAM, ১২৮ GB স্টোরেজ।