TRENDING:

জেন নেক্সট মোবাইলের দুনিয়ায় ঝড় তুলেছে Samsung Galaxy S22-সহ অন্যান্য স্মার্টফোন, দেখে নিন এক নজরে

Last Updated:

নতুন প্রজন্মের ফোন নিয়ে হাজির হয়েছে Samsung, Motorola আরও অনেক মোবাইল নির্মাণকারী সংস্থাই। দেখে নেওয়া যাক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেটের স্পিড। আর সেই সঙ্গে পাল্লা দিচ্ছে নতুন প্রজন্মের মোবাইল ফোনেরা। ভারতে 5G ইন্টারনেট পরিষেবার সঙ্গে তাল মেলাতে একের পর এক নতুন মোবাইল তৈরি করছে নানা কোম্পানি। সে সব মোবাইল আপাতত লঞ্চ হওয়ার অপেক্ষায়।
advertisement

তেমনই একটি বড় নাম স্যামসাং (Samsung)। অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ওই সংস্থা আপাতত লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফোন গ্যালাক্সি ২২ সিরিজের একাধিক ফোন।

স্যামসাং এস সিরিজের পরিচিত তার নিজস্ব এক্সিনোস চিপসেটের জন্য। সেই ট্রেডিশন ভেঙে এস সিরিজে আসতে চলেছে গ্যালাক্সি এস ২২ (Galaxy S22), যেখানে ব্যবহার করা হচ্ছে Qualcomm চিপ, স্ন্যাপড্রাগন ৮ জেন ১। স্যামসাংয়ের তিনটি ফোন এই সিরিজে পাওয়া যাবে— ভ্যানিলা গ্যালাক্সি এস ২২, গ্যালাক্সি ২২+ এবং এস ২২ আলট্রা।

advertisement

কোনটার কেমন দাম?

গ্যালাক্সি এস ২২ ফোনের দাম শুরু হচ্ছে ৭২,৯৯৯ টাকা থেকে।

গ্যালাক্সি এস ২২+ মোবাইল ফোনের দাম ধার্য করা হয়েছে ভারতীয় মুদ্রায় ৮৪,৯৯৯ টাকা এবং গ্যালাক্সি এস ২২ আল্ট্রার দাম ১ লাখ ৯ হাজার টাকা। ফোনের সঙ্গে থাকছে স্যামসাংয়ের নিজস্ব এস-পেন।

আরও পড়ুন - ব্যাঙ্ক থেকে হঠাৎ গায়েব টাকা! কোন কোন কৌশলে হতে পারে প্রতারণা, সতর্ক থাকবেন কীভাবে ?

advertisement

কোথায় পাওয়া যাবে?

নেক্সট জেনারেশনের এই ফোনগুলির বিক্রি এখনও শুরু হয়নি খোলা বাজারে। খুব শীঘ্রই তা হবে বলে মনে করা হচ্ছে। তবে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন - বিশ্বের শক্তিশালী এই প্রসেসর-সহ সেরা স্মার্টফোনগুলি, দেখে নিন এক নজরে

তবে শুধু স্যামসাং তো নয়। নতুন প্রজন্মের ফোন নিয়ে হাজির হয়েছে আরও অনেক মোবাইল নির্মাণকারী সংস্থাই। দেখে নেওয়া যাক—

advertisement

iQoo 9 সিরিজ

iQOO তাদের নতুন পারফর্মেন্স ভিত্তিক ফোন iQOO 9 Series লঞ্চ করেছে. iQOO 9 প্রো-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রযুক্তি। ১২০W দ্রুত চার্জিং এবং বড় ২K কার্ভড থ্রিডি স্ক্রিন এর বৈশিষ্ট। দু’টি রঙের দু’ধরনের ফোন পাওয়া যাবে। ৮GB স্টোরেজ-সহ ফোনের দাম পড়বে ৬৪,৯৯০ এবং ১২GB স্টোরেজ-সহ ফোনের দাম পড়বে ৬৯,৯৯০ টাকা।

advertisement

মোটোরোলা এজ ৩০ প্রো (Motorola Edge 30 Pro)

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

মোটোরোলাও তাদের নতুন এজ ৩০ প্রো লঞ্চ করছে ভারতে। স্ন্যাপড্রাগন প্রযুক্তি-সহ এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি OLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ব্যাক ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮GB RAM, ১২৮ GB স্টোরেজ।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জেন নেক্সট মোবাইলের দুনিয়ায় ঝড় তুলেছে Samsung Galaxy S22-সহ অন্যান্য স্মার্টফোন, দেখে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল