জানা গিয়েছে, SM-A5400 মডেল নম্বর-সহ Samsung Galaxy A54 ফোনটিতে থাকতে পারে ৪,৯০৫ এমএএইচ ব্যাটারি। এছাড়াও, ডিভাইসটিতে ৫জি সাপোর্ট, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, Galaxy A54-তে একটি ৬.৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট দিতে সক্ষম। ফোনটি কিছুদিন আগে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটেও দেখা গিয়েছিল। এই সাইটের দাবি, হ্যান্ডসেটটি অক্টা-কোর এক্সিনস ১৩৮০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এতে ৬ জিবি র্যা়ম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ থাকতে পারে।
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
Samsung-এর এই ফোনটি ৮ জিবি র্যািম ভ্যারিয়েন্টেও লঞ্চ হতে পারে, যা সম্ভবত ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ অফার করবে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমেই চলবে এই নতুন স্মার্টফোনটি। এ ছাড়াও ফোটোগ্রাফির জন্য, Samsung Galaxy A54 5G-তে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের সামনে থাকতে পারে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
এতে ৫জি সাপোর্ট, ওয়াই-ফাই ৬ সংযোগ এবং ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা থাকতে পারে। Galaxy A54 চারটি রঙে পাওয়া যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর মধ্যে থাকতে পারে— হোয়াইট, গ্রাফাইট, লাইম এবং পার্পল।
বিশেষজ্ঞদের ধারণা Galaxy A54 5G ডিজাইনে তেমন বিশেষত্ব নাও থাকতে পারে, বরং তা সদ্য লঞ্চ হওয়া Galaxy S23 সিরিজের মতোই হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৭ রেটিং থাকতে পারে বলে জানা গিয়েছে। হ্যান্ডসেটটির পরিমাপ হতে পারে ১৫৮.৩ × ৭৬.৭ × ৮.২ মিলিমিটার।
শীঘ্রই এই স্মার্টফোন ভারতে লঞ্চ করতে পারে, কারণ ইতিমধ্যেই এটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছে।