প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল যে, শাওমি ইতিমধ্যেই চিনে রেডমি নোট ১২ সিরিজ লঞ্চ করে দিয়েছে। তবে বিভিন্ন সূত্র মারফত প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে যে, চিন এবং ভারতে লঞ্চ হওয়া রেডমি নোট ১২-এর স্পেশিফিকেশনে অনেকটাই পার্থক্য রয়েছে। এ-বারে উভয় মডেলেরই আলাদা আলাদা স্পেসিফিকেশন থাকছে, যা সাধারণত তেমন একটা দেখা যায় না। যেমন - চিনে শাওমি-র তিনটি মডেল প্রকাশ করা হয়েছে। যথা - রেডমি নোট ১২, নোট ১২ প্রো, নোট ১২ প্রো প্লাস। কিন্তু ভারতে তা না-ও হতে পারে। আপাতত ভারতে একটি কিংবা দুটি মডেল প্রকাশ করা হতে পারে, তারপর এর সঙ্গে আরও মডেল যোগ হতে পারে।
advertisement
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
রেডমি নোট ১২ ৫জি স্পেসিফিকেশন:
রেডমি নোট ১২ মডেলটিতে আইফোন ১২ সিরিজের মতো ফ্ল্যাট-এজ ডিজাইন রয়েছে। স্পেসিফিকেশনের ক্ষেত্রে স্মার্টফোনটিতে ২৪০০x১০৮০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০Hz স্ক্রিন রিফ্রেশ রেট-সহ একটি ৬.৬৭-ইঞ্চি ওএলইডি ডিসপ্লে রয়েছে।
হার্ডওয়্যারের নিরিখে দেখতে গেলে স্মার্টফোনটি কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ এসওসি দ্বারা পরিচালিত এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলে। রেডমি নোট ১২ রেগুলার মডেলের অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে - ৩৩w চার্জিং ফিচার, ৫,০০০mAh ব্যাটারি, একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। অন্য দিকে আবার সেলফিপ্রেমীদের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে এই ফোনে।
রেডমি নোট ১২ ৫জি স্মার্টফোনটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ-সহ চারটি ভ্যারিয়েন্টের মডেলে পাওয়া যাবে। এই চারটি মডেলের মধ্যে রয়েছে ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ফেসিলিটি, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৩,৬০০ টাকা। ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ফেসিলিটি, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,৬০০ টাকা। আর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ফেসিলিটি, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,০০০ টাকা এবং ৮ জিবি র্যাম + ১৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মডেল, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৯,৩০০ টাকা।