TRENDING:

দাম ১০ হাজার টাকারও কম! বাজারে আসছে Moto G35! কেনার আগে ফিচার দেখে নিন

Last Updated:

ফ্লিপকার্ট লিস্টিংয়ের তথ্য অনুযায়ী, Moto G35-এর দাম ১০ হাজার টাকার কম। বাজেট ফোন হলেও প্রিমিয়ার ডিজাইন রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১০ ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Moto G35 স্মার্টফোন। ফ্লিপকার্টে ইতিমধ্যেই টিজার চলে এসেছে। রয়েছে দুর্দান্ত সব ফিচার। ডিজাইনও চোখ ধাঁধানো। তাছাড়া 5G-ও সাপোর্ট। দামও সাধ্যের মধ্যে।
দাম ১০ হাজার টাকারও কম! বাজারে আসছে Moto G35! কেনার আগে ফিচার দেখে নি
দাম ১০ হাজার টাকারও কম! বাজারে আসছে Moto G35! কেনার আগে ফিচার দেখে নি
advertisement

দাম এবং ডিজাইন: ফ্লিপকার্ট লিস্টিংয়ের তথ্য অনুযায়ী, Moto G35-এর দাম ১০ হাজার টাকার কম। বাজেট ফোন হলেও প্রিমিয়ার ডিজাইন রয়েছে। টিজারে দেখা যাচ্ছে, ডিভাইসের পিছনের প্যানেলটি লেদার ফিনিশড, সঙ্গে ডুয়েল ক্যামেরা সেটআপও রয়েছে। আপাতত তিনটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে। সেগুলো হল – সবুজ, কালো এবং কমলা।

আরও পড়ুন: এক কাপ চা কেড়ে নিল ৩ প্রাণ! ঠাকুমা, বৌমা, নাতি…তিন প্রজন্ম শেষ, অসুস্থ আরও ৩, কী ছিল চায়ে? তদন্তে চাঞ্চল‍্যকর তথ‍্য

advertisement

ডিসপ্লে এবং ফিচার: Moto G35-এর ডিসপ্লে অপেক্ষাকৃত বড়। চারপাশে সরু বেজেল, নীচে চওড়া চিন। ফোনে 6.7 ইঞ্চির 120Hz Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লে প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ৩-এর প্রোটেকশন থাকছে। 120Hz রিফ্রেশ রেট ও 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।

ক্যামেরা: ফোনের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা।

advertisement

আরও পড়ুন: ৪৫ ভাষায় ৫০ হাজার গান! রবীন্দ্রসঙ্গীত দিয়ে হাতেখড়ি, ৪ সন্তানের বাবাকে বিয়ে, চিনতে পারছেন বিখ‍্যাত গায়িকাকে?

প্রসেসর এবং ব্যাটারি: Moto G35-এ Unisoc T760 চিপসেট ব্যবহার করা হয়েছে। দেওয়া হয়েছে 5,000mAh ব্যাটারি, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি ফোনের সঙ্গে চার্জারও দিতে পারে বলে শোনা যাচ্ছে। যাঁরা বাজেট ফোনের খোঁজ করছেন তাঁদের জন্য Moto G35 আদর্শ। বিশেষ করে যাঁরা উন্নত ডিসপ্লে, ক্যামেরা, এবং 5G সাপোর্ট-সহ উন্নত ফিচার চাইছেন।

advertisement

Motorola-এর এই নতুন মডেলের স্মার্টফোনটি IP52 রেটিং পেয়েছে। কোম্পানির দাবি, ভেজা হাতেও ফোন চালাতে পারবেন ইউজাররা। ডিসপ্লে মসৃণভাবে কাজ করবে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে। তার মানে Dolby Atmos সাপোর্ট করবে। বেশিরভাগ স্পেসিফিকেশন সামনে এলেও দাম এবং অন্যান্য ফিচার সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন: পায়ের বুড়ো আঙুলের চেয়ে কী পাশের আঙুল বেশি লম্বা? জানেন কেমন মানুষ হন এরা? পায়ের আঙুল দেখেই চিনে নিন চরিত্র

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বাজেট সেগমেন্টে Motorola-এর নতুন প্রতিযোগী: Motorola সম্প্রতি মিড-রেঞ্জ সেগমেন্টে বেশ কিছু ভাল ফোন লঞ্চ করেছে। এই নতুন বাজেট ফোনটিও স্পেসিফিকেশনের দিক থেকে অনেক উন্নতমানের। এমনটাই মনে করছেন টেক বিশেষজ্ঞরা। সম্প্রতি Redmi 14C স্মার্টফোন লঞ্চ হয়েছে। দাম ১০ হাজারের কম। এই ফোনের সঙ্গেই টক্কর হবে Moto G35-এর। কে জেতে এখন সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দাম ১০ হাজার টাকারও কম! বাজারে আসছে Moto G35! কেনার আগে ফিচার দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল