TRENDING:

Oppo F9 Leaked: ৪ জিবি র‍্যাম, ২৫ মেগা পিক্সেল ক্যামেরা নিয়ে আসছে Oppo-র নতুন ফোন

Last Updated:

অনেকদিন ধরেই Oppo-র নতুন এই ফোনের অপেক্ষায় দিন গুনছেন ক্রেতারা ৷ এক ঝলকে দেখে নেওয়া যাক, কী কী আকর্ষণীয় ফিচার্স রয়েছে এই ফোনে --

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাজারে আসার আগেই ফাঁস হয়ে গেল Oppo F9-র সমস্ত ফিচার্স ৷ দুর্দান্ত সব অত্যাধুনিক ফিচার্স রাখা হয়েছে এই ফোনে ৷ অনেকদিন ধরেই Oppo-র নতুন এই ফোনের অপেক্ষায় দিন গুনছেন ক্রেতারা ৷ এক ঝলকে দেখে নেওয়া যাক, কী কী আকর্ষণীয় ফিচার্স রয়েছে এই ফোনে --
advertisement

আরও পড়ুন: এবার থেকে হোয়াটসঅ্যাপ না খুলেই পড়তে পারবেন মেসেজ

• অ্যান্ড্রয়েড ওরিও রয়েছে এই ফোনে ৷ ১০৮০X২১৬০ পিক্সেলের ৬.৩ ফুল এইচ-ডি ডিসপ্লে, ২.০ গিগা হার্ৎজ মিডিয়াটেক হেলিও P60 অক্টা-কোর প্রসেসর আর ৪ জিবি র‍্যাম রয়েছে এতে ৷

• Oppo F9-এ পেয়ে যাবেন ১৬ মেগা পিক্সেল ও ২ মেগা পিক্সেলের একটি ডুয়াল ব্যাক ক্যামেরা ৷ ২৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে ৷

advertisement

• ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে Oppo F9-এ ৷ রয়েছে ৩৫০০ এমএএইচ ব্যাটারি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

• ১৫ অগস্ট ভিয়েতনামের বাজারে আসছে Oppo F9 ৷ এরপরেই আসবে ভারতের বাজারেও ৷ তবে এখনও এই ফোনের দাম জানা যায়নি ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Oppo F9 Leaked: ৪ জিবি র‍্যাম, ২৫ মেগা পিক্সেল ক্যামেরা নিয়ে আসছে Oppo-র নতুন ফোন