এক নজরে দেখে নিন Oppo F21 Pro ফোনের দাম -
নানা রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, Oppo F21 Pro সিরিজের ফোন দুই রকম ভ্যারিয়েন্টে লঞ্চ করবে Oppo কোম্পানি। ভারতে Oppo F21 Pro 4G ফোনের দাম হতে পারে প্রায় ২১,৯৯০ টাকা। এই দামে পাওয়া যাবে Oppo F21 Pro 4G ফোনের ৮ জিবি + ১২৮ জিবি (8GB + 128GB) মডেল। Oppo F21 Pro 5G মডেলের দাম হতে পারে ২৫ হাজার টাকার বেশি। যদি এই তথ্য ঠিক হয়, তাহলে Oppo এর এই নতুন স্মার্টফোন Oppo F21 Pro তাদের আগের স্মার্টফোনগুলির তুলনায় একটু বেশিই দামি হতে চলেছে।
advertisement
আরও পড়ুন - ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নেই? আর ভয় নেই ! এই নিয়ম জানা থাকলে কেউ ধরতে পারবে না আপনাকে
এক নজরে দেখে নিন Oppo F21 Pro ফোনের ফিচার -
Oppo F21 Pro ফোনে থাকতে পারে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি এবং অ্যামোলেড ডিসপ্লে। এ ছাড়াও Oppo F21 Pro ফোনে থাকতে পারে ৯০ এইচজেড রিফ্রেশ রেট। একই সঙ্গে Oppo F21 Pro ফোনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সলেরের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর।
আরও পড়ুন - আইফোনের ব্যাটারির সমস্যায় জেরবার? রইল মুশকিল আসানের পথ!
Oppo F21 Pro ফোনের ৪জি মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ৩২ মেগাপিক্সেল সেলফি শ্যুটার। অন্যদিকে Oppo F21 Pro 5G মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার। দু’টি মডেলের ফোনের ব্যাটারিতে থাকতে পারে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। এ ছাড়াও Oppo F21 Pro সিরিজের ফোনে পাওয়া যাবে ড্যুয়াল টোন ফিনিশ এবং ব্যাক প্যানেলে থাকবে কমলা রঙের দারুণ একটা লেদার টাচ। নতুন Oppo F21 Pro স্মার্টফোনের ক্যামেরা মডিউল মনে করিয়ে দিচ্ছে Oppo Reno7 স্মার্টফোনের কথা। এখন শুধু সময়ের অপেক্ষা। ১২ এপ্রিল এই ফোন লঞ্চ করলেই বোঝা যাবে এতে আর কী কী ফিচার রয়েছে।