Nothing Phone 1-এর দাম এবং ভ্যারিয়েন্ট -
ভারতে Nothing Phone 1 পাওয়া যাবে ২১ জুলাই ফ্লিপকার্টে। Nothing Phone 1 ২১ জুলাই সন্ধ্যা ৭াট থেকে পাওয়া যাবে ভারতে। এখন থেকেই এই ফোনের প্রি-অর্ডার করা যাবে।
Nothing Phone 1 এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৩২,৯৯৯ টাকা।
advertisement
Nothing Phone 1 এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৩৫,৯৯৯ টাকা।
Nothing Phone 1 এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৩৮,৯৯৯ টাকা।
এছাড়াও Nothing Phone 1 ৪৫ ডবলু চার্জ অ্যাডাপ্টারের জন্য অতিরিক্ত ২,৪৯৯ টাকা খরচ করতে হবে। ১,৪৯৯ টাকা দিলে পাওয়া যাবে অরিজিনাল ক্লিয়ার কেস প্রোটেকশন। এছাড়াও Nothing টেম্পারড গ্লাস বিক্রি করছে ৯৯৯ টাকায়। প্রি-অর্ডার করলে Nothing Phone 1-এর সবকটি মডেলে পাওয়া যাবে ১,০০০ টাকার ছাড়। এছাড়াও এই ফোনের উপরে পাওয়া যাবে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অফার।
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
- এইচডিএফসি গ্রাহকেরা পাবে প্রায় ২,০০০ টাকার ছাড়। এছাড়াও ৩ এবং ৬ মাসের ইএমআইয়ের সুবিধা।
- অন্যান্য ব্যাঙ্কে পাওয়া যাবে ৩ মাসের ইএমআইয়ের সুবিধা।
- এছাড়াও পাওয়া যাবে এক্সচেঞ্জ অফার।
- প্রি-অর্ডার করলে Nothing Phone 1-এর ৪৫ ডাবলু চার্জ অ্যাডাপ্টার পাওয়া যাবে ১,৪৯৯ টাকায়।
- Nothing Ear 1 প্রি-অর্ডার করলে পাওয়ায়া যাবে ৫,৯৯৯ টাকায়।
Nothing Phone 1 এর ফিচার -
Nothing Phone 1 ব্যবহার করা হয়েছে গ্লাস বডি ডিজাইন যা করনিং গ্লাস ৫ যুক্ত। Nothing Phone 1 হল একটি ট্রান্সপারেন্ট ফোন। Nothing Phone 1 পাওয়া যাবে সাদা এবং কালো রঙে। Nothing Phone 1-এ রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে। এছাড়াও Nothing Phone 1 ফোনে রয়েছে এইচডিআর১০ প্লাস সাপোর্ট, ৬০ এইচজেড থেকে ১২০ এইচজেড রিফ্রেশ রেট। Nothing Phone 1-এর ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ৯০০ এলইডি যুক্ত ইউনিক লাইট প্যাটার্ন।
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
Nothing Phone 1-এ ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এই ফোনের পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৭৬৬ সেন্সর। যা এফ/১.৮৮ অ্যাপারচার, ওআইএস এবং ইআইএস যুক্ত। এছাড়াও রয়েছে এইচডিআর। Nothing Phone 1-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড স্যামসাং জেএন১ সেন্সর। যা এফ/২.২ অ্যাপারচার যুক্ত। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৪৭১ সেন্সর। যা এফ/২.৪৫ অ্যাপারচার যুক্ত। Nothing Phone 1-এর ক্যামেরা সাপোর্ট করে ৪কে রেকর্ডিং।
Nothing Phone 1-এর চিপসেট এবং ব্যাটারি -
Nothing Phone 1-এ ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন টিএম ৭৭৮জি প্লাস। যা ৬ এনএমের টিএসএমসি যুক্ত। এছাড়াও Nothing Phone 1-এ রয়েছে ১.৮ জিএইচজেড যা অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ, এলডিডিআর৫ র্যাম যুক্ত। এছাড়াও Nothing Phone 1 ফোনে রয়েছে ইউএফসি ৩.১ স্টোরেজ।
অ্যান্ড্রয়েড বেসড Nothing Phone 1-এ রয়েছে আধুনিক ও উন্নত মানের সফটওয়্যার। Nothing Phone 1-এ খুব সহজেই ব্যবহার করা যাবে থার্ড পার্টি অ্যাপ। এর জন্য Nothing Phone 1-এ ব্যবহার করা হয়েছে উন্নতমানের সেটিং অপশন। এর ফলে Nothing Phone 1-এর দ্বারাই করা যাবে বিভিন্ন ধরনের কাজ। এর মধ্যে রয়েছে দরজা খোলা বা বন্ধ করা, এয়ার কন্ডিশনার চালানো ইত্যাদি। এছাড়াও Nothing Phone 1-এর মাধ্যমে পরিচালনা করা যাবে টেসলার (Tesla) বৈদ্যুতিন গাড়ি। Nothing Phone 1-এ ৩ বছরে করা যাবে অ্যান্ড্রয়েড আপডেট, ৪ বছরের সিকিউরিটি প্যাচ করা যাবে প্রতি ২ মাসে।