TRENDING:

Motorola 200 Megapixel Camera: দারুণ ফিচার, দুর্দান্ত ক্যামেরা, বাজার কাঁপানো ফোন নিয়ে আসছে মোটোরোলা

Last Updated:

Motorola 200 Megapixel Camera: ভিডিও কোয়ালিটি অনবদ্য, মনের মত অডিও সব মিলিয়ে এক অনবদ্য অনুভূতি হতে চলেছে সাধারণ মানুষের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্মার্টফোনের বাজারে প্রতিদিনই প্রযুক্তি কতই না অ্যাডভান্সড বা এগিয়ে যাচ্ছে ৷ এই সময়ে স্মার্টফোনের বাজারে ১০০ মেগা পিক্সল ক্যামেরার সংখ্যা প্রচুর রয়েছে ৷ বেশি মেগাপিক্সল থাকা মানেই এটা নয় যে ছবির গুণগত মান অত্যন্ত ভাল হবে ৷ ফোন প্রস্তুতকারী সংস্থাও সব সময়েই নজর দিচ্ছে কোনও ফোনের গুণগত মান কতখানি ভাল হতে পারে? সম্প্রতি একটি রিপোর্টে জানতে পারা গিয়েছে আগামী ৬ মাসে মোটোরোলা ২০০ মেগা পিক্সল ক্যামেরা নিয়ে বাজারে আসতে পারে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয় সংক্রান্ত বিভিন্ন তথ্য ৷ টিপস্চার আইস ইউনিভার্স সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে তাতে জানতে পারা গিয়েছে মোটোরোলাই প্রথম সংস্থা যারা ২০০ মেগাপিক্সল ক্যামেরা বাজারে নিয়ে আসছে ৷ আগামী বছরের মাঝামাঝি করে যেকোনও সময়েই এই ফোন বাজারে আসতে পারে ৷ মোটোরোলা, শাওমি তারপরে স্যামসং ২০০ পিক্ল ক্যামেরা নিয়েই ২০২৩-এর মধ্যে বাজারে আসছে ৷

advertisement

আরও পড়ুন: Reliance Jio Unlimited Plans Revised: পয়লা ডিসেম্বর থেকে দাম বাড়ছে জিও প্রি-পেড প্ল্যান-এর

আশা করা হচ্ছে যে মোটোরোলার ২০০ মেগাপিক্সল ক্যামেরায় স্যামসং-এর লেন্স থাকতে পারে ৷ দক্ষিণ কোরিয়ার এই সংস্থা বছরের গোড়ার দিকেই ২০০ মেগাপিক্সল ক্যামেরার আবরণ উন্মোচিত হয়েছে ৷ যা ISOCELL HP1 নামে পরিচিত ৷ ISOCELL HP1-এ ২০০ মেগাপিক্সল ক্যামেরা বেজিলিউশন 1/1.22-ইঞ্চি সেন্সর ০.৬৪ μm পিক্সলের মূল আকার ৷ কম আলোতেও বেশি আলোর সেন্সরিটি থাকবে ৷ এই স্মার্টফোন 2×2 ও 4×4 পিক্সল ইউনিং মোড সাপোর্ট করবে ৷ ISOCELL HP1-এর একটি ডায়নামিক রেঞ্জের ফোন পাওয়া যাবে ৷ 30fps এ 8K ভিডিও সাপোর্ট করবে ৷

advertisement

আরও পড়ুন:  Royal Enfield Scram 411: যে কোনও ভাঙাচোরা রাস্তায় চলবে গড়গড়িয়ে, Royal Enfield আনছে সস্তার অফ-রোডার

সেরা ভিডিও

আরও দেখুন
মৃ*ত্যুমুখে দাঁড়িয়ে আছেন রোগী! লড়াই হল যমের সঙ্গে...! শেষটা জানলে অবাক হবেন
আরও দেখুন

120fps ফ্রেম রেটে 4K ভিডিও রেকর্ড করা যাবে ৷ আশা করা যাচ্ছে এই ফোন ২০২২ সালের জুন-জুলাই মাসে বাজারে আসবে ৷ সূত্রের খবর আগামী মাসে Moto G51-কে ভারতে লঞ্চ করা হবে ৷ এই ফোন আগে ইউরোপে লঞ্চ করা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Motorola 200 Megapixel Camera: দারুণ ফিচার, দুর্দান্ত ক্যামেরা, বাজার কাঁপানো ফোন নিয়ে আসছে মোটোরোলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল