ভারতে মোটো জি৭১ ৫জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। ফোনটি দুটি রঙ্গে পাওয়া যাবে - আরটিক ব্লু ও নেপচুন গ্রীন। ১৯ জানুয়ারি থেকে ফোনটি ই-কমার্স সাইট, ফ্লিপকার্টে পাওয়া যাবে।
আরও পড়ুন - WhatsApp-এই ডাউনলোড করতে পারবেন Covid ভ্যাকসিন সার্টিফিকেট, জানুন কীভাবে
advertisement
Moto G71 5G-তে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে, যার পিক্সেল রেজোলিউশন ১০৮০x২৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ৬০ হার্টজ আর অ্যাসপেক্ট রেশিও ২০:৯। মোটো জি৭১ ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। সঙ্গে আছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
Moto G71 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। তাতে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
আরও পড়ুন - এক চার্জেই ১২০ কিমি! পেট্রোল-ডিজেলের ঝঞ্ঝাট আর নয়, দুর্দান্ত ইলেকট্রিক বাইক এল ভারতে!
পাওয়ারের জন্য মোটো জি৭১ ৫জি ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। স্প্ল্যাশ রেজিস্ট্যান্সের জন্য আইপি৫২ রেটিং উপস্থিত। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমওয়াইউইএই (MYUI) কাস্টম স্কিনে। সিকিউরিটির জন্য থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। কানেক্টিভিটির জন্য ফোনে রয়েছে ডুয়েল ৫জি স্লট, ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিএনএসএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫ এমএম হেডফোন জ্যাক। এছাড়াও এই ফোনে ডলবি অ্যাটমস স্টেরিও স্পিকার ও কাস্টমাইজেবল বাটন।