TRENDING:

Mobile: স্রেফ ৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৫জি স্মার্টফোন, ফিচারও মন্দ নয়, দেখে নিন খুঁটিনাটি!

Last Updated:

আগামী দিনে ভারত জুড়ে প্রায় সর্বত্র চালু হয়ে যাবে ৫জি সার্ভিস। এর জন্য সবাই এখন ৫জি ফোন কিনতে শুরু করেছেন এবং কোম্পানিগুলিও তাদের স্মার্টফোনগুলিকে ৫জিতে আপগ্রেড করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতে ৪জি সার্ভিস প্রায় অতীতের দলে, কারণ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ৫জি সার্ভিস। ভারত ৫জির যুগে প্রবেশ করেছে। আগামী দিনে ভারত জুড়ে প্রায় সর্বত্র চালু হয়ে যাবে ৫জি সার্ভিস। এর জন্য সবাই এখন ৫জি ফোন কিনতে শুরু করেছেন এবং কোম্পানিগুলিও তাদের স্মার্টফোনগুলিকে ৫জিতে আপগ্রেড করছে। বিভিন্ন কোম্পানি বাজারে বিভিন্ন দামের ৫জি স্মার্টফোন লঞ্চ করে চলেছে। যাঁরা নিজেদের জন্য একটি সস্তার ৫জি স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে ধামাকা অফার। কারণ জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে খুব কম দামে Lava Blaze 5G ফোন পাওয়া যাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক এই অফারের সমস্ত খুঁটিনাটি।
স্রেফ ৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৫জি স্মার্টফোন
স্রেফ ৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৫জি স্মার্টফোন
advertisement

আরও পড়ুনঃ ChatGPT-কে ঠকিয়ে দিল মানুষ! রোবটের সঙ্গে বিরাট জালিয়াতি

অ্যামাজনে Lava Blaze 5G ফোনের উপরে পাওয়া যাচ্ছে ধামাকা অফার। যাঁরা ইএমআই-তে ফোনটি কিনতে চান, তাঁরা প্রতি মাসে মাত্র ৫৭৩ টাকার কিস্তিতে এই ফোনটি ক্রয় করতে পারেন। ব্যাঙ্ক অফারের কথা বলতে গেলে, সিটিব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যেতে পারে৷ এছাড়াও HSBC ক্যাশব্যাক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেও ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাকে কিছুটা টাকা বাঁচানো যেতে পারে।

advertisement

এক্সচেঞ্জ অফার -

একটি পুরনো ফোন থাকলে তার বদলে ১১,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যেতে পারে। অর্থাৎ কেউ যদি সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পান, তাহলে ফোনটির দাম হবে মাত্র ৭৯৯ টাকা।

আরও পড়ুনঃ দারুণ খবর ! এবার থেকে একাধিক ফোনে খোলা যাবে নিজের হোয়াটসঅ্যাপ

advertisement

Lava Blaze 5G ফোনের ফিচার -

এই ফোনে একটি ৬.৫-ইঞ্চি HD Plus ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ Hz। এই ফোনটি Android 12-এ চলে। ফোনটিতে ৫০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে, যাতে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ, ফোনটিতে ৬ GB পর্যন্ত RAM এবং ১২৮ GB স্টোরেজ রয়েছে। এই ফোনটি একটি অক্টা-কোর ২.২GHz MediaTek Dimensity ৭০০ প্রসেসর দিয়ে তৈরি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Lava Blaze 5G ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 mt6833। এর স্টোরেজ ১২৮ জিবি। ক্যামেরা হিসাবে Lava Blaze 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ এমপি এআই ট্রিপল ক্যামেরা সেটআপ।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Mobile: স্রেফ ৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৫জি স্মার্টফোন, ফিচারও মন্দ নয়, দেখে নিন খুঁটিনাটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল