TRENDING:

iPhone 13-এর ডেটা ডিলিট করতে চান? জেনে নিন পাকাপাকি ভাবে ডেটা ডিলিট করার সহজ উপায়

Last Updated:

iPhone 13-এর ক্ষেত্রে ডেটা একবার ডিলিট করা হলেও তা থেকে যেতে পারে স্টোরেজে! সে ক্ষেত্রে ফোনটি কখনও বদলানো হলে, ডেটাও হাত বদল হয়ে গিয়ে সমস্যা হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
iPhone 13 Tips: ইন্টারনেটের যুগে আমরা খুব সহজে এত তথ্য জড়ো করে ফেলি, যে পাহাড় প্রমাণ তারা চেপে বসে বুকের উপর। মানে, ফোনের স্টোরেজ সিস্টেমের ভিতর। ছবির পরে ছবি তুলে আর ডিলিট করার কথা মনে থাকে না। তা ছাড়া, জানেন কি iPhone 13-এর ক্ষেত্রে ডেটা একবার ডিলিট করা হলেও তা থেকে যেতে পারে স্টোরেজে! সে ক্ষেত্রে ফোনটি কখনও বদলানো হলে, ডেটাও হাত বদল হয়ে গিয়ে সমস্যা হতে পারে। তাই চিরস্থায়ী ভাবে (permanently) ডেটা ডিলিট করা জরুরি। iPhone 13-এর ক্ষেত্রে দু’টি উপায় এই ডিলিশন সম্ভব। সরাসরি iPhone থেকেই তা ডিলিট করা যায়, সেটা অনেক সহজ। কিন্তু সব থেকে ভাল উপায় হল Mac এবং Windows PC ব্যবহার করে ডেটা ডিলিশন। কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপেই এই কাজ করে ফেলা সম্ভব। তবে শুধু iPhone 13 নয়, iPhone 12-এর ক্ষেত্রেও কাজে লাগবে এই পদ্ধতি।
advertisement

Mac এবং Windows কম্পিউটার ব্যবহার করে iPhone-এর স্টোরেজের ডেটা পাকাপাকি ভাবে ডিলিট করার উপায় -

স্টেপ ১ - প্রথমেই ম্যাকবুক অথবা উইন্ডোজ ল্যাপটপ খুলে Finder Sidebar-এ যেতে হবে।

স্টেপ ২ - এরপর সিলেক্ট করতে হবে নিজেদের iPhone-টি। উইন্ডোর উপরে থাকা জেনারেল বাটনে ক্লিক করতে হবে। এরপর ক্লিক করতে হবে রিস্টোর আইফোন অপশনে।

advertisement

স্টেপ ৩ - যাঁরা উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করবেন তাঁদের আইটিউন অ্যাপ ব্যবহার করতে হবে। ওই অ্যাপের একেবারে বাঁ দিকে উপরে আইফোনের বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন - ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নেই? আর ভয় নেই ! এই নিয়ম জানা থাকলে কেউ ধরতে পারবে না আপনাকে

advertisement

স্টেপ ৪ - এরপর ক্লিক করতে হবে সামারি অপশনে। এরপর ক্লিক করতে হবে রিস্টোর আইফোন-এ।

এক নজরে দেখে নিন সরাসরি iPhone থেকে ডেটা ডিলিট করার উপায় -

স্টেপ ১ - প্রথমেই খুলতে হবে নিজেদের আইফোন এবং যেতে হবে সেটিং অপশনে।

স্টেপ ২ - এরপর যেতে হবে জেনারেল সেকশনে এবং ক্লি করতে হবে ট্রান্সফার অথবা রিসেট আইফোন অপশনে।

advertisement

স্টেপ ৩ - এরপর সিলেক্ট করতে হবে ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিং। এরপর নিজেদের ফোনের পাসকোড দিতে হবে (যা দিয়ে সেই ফোন সেট করা হয়েছে)।

আরও পড়ুন - আইফোনের ব্যাটারির সমস্যায় জেরবার? রইল মুশকিল আসানের পথ!

স্ত্রেপ ৪ - এরপর মেসেজ বক্সে একটি ওয়ার্নিং মেসেজ আসবে। সেখানে অনুমতি চাওয়া হবে। এরপর নিজেদের অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড এন্টার করতে হবে। এরপর কনফার্ম করতে হবে নিজেদের ফোনের সমস্ত ডেটা ডিলিট করার জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্টেপ ৫ - এরপর Done অপশনে ক্লিক করলেই নিজেদের আইফোনের সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone 13-এর ডেটা ডিলিট করতে চান? জেনে নিন পাকাপাকি ভাবে ডেটা ডিলিট করার সহজ উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল