ফোন স্পর্শ না করেই আইফোনের কলে উত্তর দেওয়ার উপায় -
আইফোনের স্ক্রিন স্পর্শ না করেও ফোন কল রিসিভ করা যায় এবং ফোন কল কেটে দেওয়া সম্ভব। এর জন্য বিভিন্ন উপায় রয়েছে। আইফোনে 'কল অডিও রুটিং' ফিচার, সিরি অথবা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এটি করা সম্ভব। এক নজরে দেখে নিন 'কল অডিও রুটিং' এনাবল করার উপায়।
advertisement
স্টেপ ১ – এ জন্য প্রথমেই নিজেদের আইফোনের সেটিংস অপশনে যেতে হবে। এরপর যেতে হবে অ্যাকসেসবিলিটি ট্যাব অপশনে।
আরও পড়ুন - সাবধান! বন্ধ হয়ে যেতে পারে আপনার Netflix অ্যাকাউন্ট! কেন জানুন
আরও পড়ুন - ভুলেও এই মেসেজে ক্লিক করবেন না! অনলাইন শপিংয়েও সাবধান! খালি হয়ে যাবে ব্যাঙ্কের সব টাকা!
স্টেপ ২ - এরপর স্ক্রল করে নীচের দিকে যেতে হবে। এরপর সেখান থেকে যেতে হবে ফিজিক্যাল এবং মোটর সেকশনে।
স্টেপ ৩ - এরপর ক্লিক করতে হবে টাচ অপশনে। এরপর ক্লিক করতে হবে 'কল অডিও রুটিং' অপশনে।
স্টেপ ৪ - এরপর ‘টার্ন অন’ করতে হবে ‘অটো আনসার কলস টুল’। এটি করলেই সব সেট হয়ে যাবে। এখানে নিজেদের পছন্দমতো সময়ও সিলেক্ট করে রাখা যাবে অর্থাৎ ফোন রিং হওয়ার কত সময় পরে আপনারা সেটি রিসিভ করতে চান। সেই অনুযায়ী সময় বেছে নিয়ে সিলেক্ট করা যাবে এবং সেই নির্দিষ্ট সময়ের পরেই ফোন কল রিসিভ হয়ে যাবে।
এটি একবার সেট হয়ে যাওয়ার পর যে কোনও ফোন কল রিসিভ এবং ডিসকানেক্ট করা যাবে ফোনের স্ক্রিন স্পর্শ না করেই। এর ফলে খুব সহজেই ফোন রিসিভ করা যাবে, যে কোনও সময়ে। খাওয়ার সময়, গাড়ি চালানোর সময় এবং অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করার সময় খুব সহজেই আইফোনের স্ক্রিন স্পর্শ না করেও ফোন কল রিসিভ করা যাবে এবং কেটে দেওয়া যাবে।