TRENDING:

ডুয়াল ক্যামেরা, ৫.৭ ইঞ্চি ডিসপ্লে, দাম মাত্র ৮,৩০০!

Last Updated:

আকর্ষণীয় ফিচার, দাম একেবার মধ্যবিত্তের আয়ত্তে ৷ বাজারে এল Huawei-এর সবচেয়ে কম দামী স্মার্টফোন ৷ Honor 7A ৷ দামে কম হলেও ফিচার্সে কিন্ত যে কোনও প্রথম সারির স্মার্ট ফোনকে টেক্কা দেবে Honor 7A ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আকর্ষণীয় ফিচার, দাম একেবার মধ্যবিত্তের আয়ত্তে ৷ বাজারে এল Huawei-এর সবচেয়ে কম দামী স্মার্টফোন ৷ Honor 7A ৷ দামে কম হলেও ফিচার্সে কিন্ত যে কোনও প্রথম সারির স্মার্ট ফোনকে টেক্কা দেবে Honor 7A ৷ দেখে নিন কী কী ফিচার্স রয়েছে এই ফোনে ৷
advertisement

আরও পড়ুন: ৫ এবং ৬ এপ্রিল Xiaomi-র ‘চৈত্র সেল’, জেনে নিন কী কী লোভনীয় অফার থাকছে

• আজ অর্থাৎ ৩ এপ্রিল বাজারে এল এই ফোন ৷

• ৫.৭ ইঞ্চি ফুল এইচডি ৭২০x১৪৪০ পিক্সেল ১৮:৯ রেশিও ডিসপ্লে রয়েছে এতে ৷

• অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর রয়েছে এতে ৷

advertisement

• রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি ৷

• ৩ জিবি র‍্যাম ও ৩২ ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ১০,৩০০ টাকা ৷

• ২ জিবি র‍্যাম ও ৩২ ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৮,৩০০ টাকা ৷

• দু’টি ভার্সনই ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে ৷

আরও পড়ুন: আমাজন ইকো-কে টেক্কা দেবে Xiaomi Mi AI Speaker মিনি

advertisement

• ৩ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ৷

• ২ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল সিঙ্গল ব্যাক ক্যামেরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

• দু’টি ভার্সনেই রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ডুয়াল ক্যামেরা, ৫.৭ ইঞ্চি ডিসপ্লে, দাম মাত্র ৮,৩০০!