রিপোর্ট অনুযায়ী এই অনুষ্ঠানে Google Pixel 7 Series ফোনের সঙ্গেই লঞ্চ করা হতে পারে গুগল পিক্সেল ওয়াচ-ও। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ এবং অ্যাপেল ওয়াচকে টেক্কা দিতে বাজারে আনা হচ্ছে গুগল পিক্সেল ওয়াচ। গুগল পিক্সেল ৭ সিরিজ ফোনে ব্যবহার করা হয়েছে টেনসর জি২ চিপ। এ ছাড়াও এই ফোনের সামনের ক্যামেরায় কিছু পরিবর্তন করা হয়েছে। এক নজরে দেখে নিন গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনের দাম এবং ফিচার।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
Google Pixel 7 এবং Google Pixel 7 Pro ফোনের দাম -
গুগল পিক্সেল ৭ ফোন লঞ্চ করা হতে পারে ৫৯৯ ডলারে। গুগল পিক্সেল ৭ সিরিজের ৮ জিবি র্যাম মডেলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮,০০০ টাকা। অন্য দিকে গুগল পিক্সেল ৭ প্রো ফোনের দাম শুরু হতে পারে ৮৯৯ ডলার থেকে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় গুগল পিক্সেল ৭ প্রো ফোনের দাম শুরু হতে পারে প্রায় ৭২,০০০ টাকা থেকে। রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহেই লঞ্চ করা হতে পারে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোন। ভারতে গুগল পিক্সেল ৭ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম শুরু হতে পারে ৫৯,৯৯৯ টাকা থেকে। অন্য দিকে গুগল পিক্সেল ৭ প্রো ফোনের ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম শুরু হতে পারে ৮৪,৯৯৯ টাকা থেকে। অক্টোবরের মাসের ৭ তারিখ থেকেই পিক্সেল ৭ সিরিজের ফোনের সেল শুরু হচ্ছে।
Google Pixel 7 এবং Google Pixel 7 Pro ফোনের ফিচার -
গুগল পিক্সেল ৭ ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত। এই ফোনে রয়েছে ৯০ এইচজেড রিফ্রেশ রেট, গুগল টেনসর জি২ চিপ, যা ৮ জিবি র্যাম যুক্ত। এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে প্রাইমারি ৫০ মেগাপিক্সেলের শুটার, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সামনে একটি ১১ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেলফি স্ন্যাপার। এই ফোনে রয়েছে ৪,২৭০ এমএএইচ ব্যাটারি।
আরও পড়ুন - Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা
গুগল পিক্সেল ৭ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির এলটিপিও ডিসপ্লে, যা কিউএইচডি প্লাস রেজোলিউশন যুক্ত। এই ফোনে রয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট। এই ফোনে রয়েছে গুগল টেনসর জি২ চিপ, যা ১২ জিবি র্যাম যুক্ত। এই ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনের সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১১ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার। এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচের ব্যাটারি।